জাপানে প্রতিমন্ত্রীর অস্বাভাবিক মৃত্যু

জাপানের আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রী তাদাহিরো মাতসুশিতার (৭৩) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাজধানী টোকিওর নিজ অ্যাপার্টমেন্টে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, মাতসুশিতাকে অফিসে না পাওয়ার পর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তাঁর স্ত্রী, একজন সচিব ও দেহরক্ষী তাঁর অ্যাপার্টমেন্টে যান। সেখানে গিয়ে মন্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মাতসুশিতাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আত্মহত্যার বিষয়টি মাথায় রেখেই তদন্তকাজ শুরু করেছেন। গতকাল মঙ্গলবার জাপানের ট্যাবলয়েড পত্রিকা শুকান শিনচো জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে মাতসুশিতা আত্মহত্যা করে থাকতে পারেন। তারা মাতসুশিতার 'পরকীয়া প্রেম' কাহিনী নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিল। মাতসুশিতা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা, তাঁর স্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ করে তিনটি চিঠি লিখে গেছেন। সূত্র : টেলিগ্রাফ, এএফপি।

No comments

Powered by Blogger.