টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা সবে শুরু by হাসিবুল হাসান

প্রয়োজন প্রতিনিয়তই আমাদের নতুন কিছু করতে শেখায়। নতুনত্ব সময়ের দাবি। সময়ের এই প্রয়োজন মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ’ শুরু করল। এ বছরের জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করল এ বিভাগ।


এর আগে এ বছরের ২১ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত হয়ে এ বিভাগের যাত্রা শুরু হয়। ভর্তি কার্যক্রম শেষে এখন শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছেন। প্রাথমিকভাবে বিভাগটি শুধু দুই বছর মেয়াদি মাস্টার্স পর্যায়ের মাধ্যমে যাত্রা শুরু করল। বিভাগ সূত্রে জানা গেছে, পরবর্তী সময়ে এ বিভাগে স্নাতক এবং পিএইচডি ডিগ্রি চালু করা হবে। এখানে টেলিভিশন জার্নালিজম, টেলিভিশন প্রোডাকশন, ফিল্ম ক্রিটিসিজম, ফিল্ম প্রোডাকশন বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে সাজানো হয়েছে কোর্সগুলোকে। এই স্নাতকোত্তর পর্যায়ে মোট চারটি সেমিস্টার ও তিন মাস মেয়াদি একটি ইন্টার্নশিপ রাখা হয়েছে। এবারের আসনসংখ্যা ৩০। নতুন এই বিভাগটি প্রথমবার থেকেই ভর্তির সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করেছে। প্রতিবছর সাধারণত মার্চ-এপ্রিল মাসের দিকে এই আবেদনপত্র আহ্বান করা হবে। ভর্তিসংক্রান্ত সব তথ্য জানা যাবে tfsadmission.univdhaka.edu এ ঠিকানায়।
এবার জানা যাক নতুন এ বিভাগের শিক্ষার্থীরা কী ভাবছেন। ‘ছোটবেলা থেকেই স্বপ্ন চলচ্চিত্র নিয়ে কাজ করার। আর সে জন্য চলচ্চিত্র নিয়েই পড়ালেখা করতে চাই, এখানে যাত্রার শুরুতেই ভর্তি হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অবশ্যই আমরা অনেক কিছু জানতে, শিখতে পারব, এটা আমরা আশা করতেই পারি।’ বলছিলেন সিনথীয়া হায়দার, যিনি প্রথম যাত্রায়ই শিক্ষার্থী হিসেবে এ বিভাগের সঙ্গী হতে পেরেছেন।
আরেক শিক্ষার্থী এলিজাবেথ বলেন, ‘মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ের ওপরই অনার্স। তাই এখানে প্রথমেই ভর্তি হতে পেরে আমারও অনেক ভালো লাগছে।’
‘এ বিষয়ের ওপর আমার মাস্টার্সে একটা কোর্স ছিল, সেখান থেকেই আগ্রহী হয়ে আমি বিভাগটিতে ভর্তি হলাম। আশা করছি, এখানে অবশ্যই ভালো কিছু পাব,’ বলছিলেন গোপা। আরেকজন নাসিমুল হাসান, তিনি বললেন, ‘আসলে আমার ফিল্ম দেখতে দেখতে এর ওপর একটা আগ্রহ সৃষ্টি হয়। আমি ভবিষ্যতে ফিল্ম নিয়ে গবেষণা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিভাগ চালু হলো শুনে অনেক ভালো লাগল। তাই দেরি না করে দ্রুত চলে এলাম।’
নতুন এ বিভাগে চেয়ারপারসন হিসেবে যোগ দিয়েছেন এ জে এম শফিউল আলম ভূঁইয়া, যিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। চেয়ারপারসন শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘এই বিভাগকে একটি বিশ্বমানের বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আমরা এর কোর্সগুলোকে আন্তর্জাতিক মানের করে সাজিয়েছি। এটাকে পূর্ণ রূপ দিতে আমাদের অনেক আধুনিক যন্ত্রপাতি দরকার, এ জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে আমরা সহযোগিতা আশা করি।’

No comments

Powered by Blogger.