স্বপ্ন দেখে এই শিশুরাও

৪ সেপ্টেম্বর ছিল বিশ্ব সেরিব্রাল পলসি দিবস। প্রতিবছর সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার দিবসটি পালিত হয়। সেরিব্রাল পলসি এক ধরনের শারীরিক প্রতিবন্ধকতা। দেখা যায়, বিশ্বের শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে প্রায় ৩০-৪০ শতাংশ শিশুই সেরিব্রাল পলসিতে আক্রান্ত।


তাই এই শিশুদের অধিকার আদায়ের জন্য সবাইকে সচেতন করার লক্ষ্যে এই দিবস পালনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য।
বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। আর কে না জানে, এ ধরনের শিশু নিয়ে মা-বাবা যে সংগ্রাম করেন, সেই সংগ্রামের পথে পথে চাই সহানুভূতি আর সহযোগিতার হাত।
বিশ্বের অন্যান্য দেশে স্কুলে, পরিবারে, সমাজে এই শিশুদের যে অধিকার দেওয়া হয়, এ দেশেও তেমনটি হবে এমনি স্বপ্ন দেখে এসব শিশু ও তাদের অভিভাবকেরা।

No comments

Powered by Blogger.