৯/১১-এর ক্যান্সার রোগীদের বিনা মূল্যে চিকিৎসা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত নিউ ইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ পরিষ্কার এবং উদ্ধারকাজে যাঁরা যুক্ত ছিলেন তাঁদের বিনা মূল্যে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। এসব কর্মীদের ৫০ ধরনের ক্যান্সার ধরা পড়েছে বলে জানা গেছে।


পেশাজীবীদের স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক জাতীয় সংস্থা গত সোমবার টুইন টাওয়ার হামলার ১১তম বার্ষিকীর এক দিন আগে এ ঘোষণা দেয়। ৯/১১ হামলার স্থল বর্তমানে গ্রাউন্ড জিরো নামে পরিচিত। উদ্ধারকাজ ও গ্রাউন্ড জিরোর টন টন ধ্বংসস্তূপ পরিষ্কারে অগ্নিনির্বাপণকর্মী ও পুলিশসহ ৭০ হাজার কর্মী অংশ নেন। এ কাজ করতে গিয়ে নানা রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষ মারা গেছেন। আর নির্মাণশ্রমিক, উদ্ধারকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং অন্যরা ফুসফুস, কোলন, স্তন, মূত্রাশয়, লিউকেমিয়া ও মেলানোমা ক্যান্সারে ভুগছেন। ধ্বংসস্তূপের বিষাক্ত অংশের সংস্পর্শে আসায় তাঁদের এ রোগ হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ৫০ ধরনের ক্যান্সারের চিকিৎসার জন্য গত জুন থেকে ৯/১১ স্বাস্থ্যসেবা প্রকল্পের ৪৩০ কোটি ডলারের তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.