রুশ পার্লামেন্টে বিল পাস-বাইরে থেকে তহবিল নেওয়া এনজিও ‘বিদেশি এজেন্ট’

বিদেশ থেকে তহবিল সংগ্রহকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (এনজিও) ‘বিদেশি এজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করাসংক্রান্ত বিতর্কিত বিলটি পাস করেছে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা।বিলটির ওপর পার্লামেন্টে তৃতীয় দফা ও চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে গতকাল শুক্রবার এটি ৩৭৪ ভোটে পাস হয়।


বিলটির বিপক্ষে ভোট পড়েছে মাত্র তিনটি। একজন এমপি ভোটদান থেকে বিরত থাকেন।
বিলটিতে বলা হয়, রাজনীতির সঙ্গে যুক্ত ও বিদেশি সাহায্যপুষ্ট এনজিওগুলোতে আর্থিক জরিপ চালানো যাবে। এ ছাড়া বছরে দুবার এনজিওগুলোকে তাদের কর্মকাণ্ডের প্রতিবেদন জমা দিতে হবে। এতে ব্যর্থ হলে শাস্তিস্বরূপ বড় অঙ্কের জরিমানা এমনকি দুই বছরের সাজা পর্যন্ত হওয়ার বিধান রয়েছে।
ক্রেমলিন বলছে, অভ্যন্তরীণ রাজনীতি বাইরের প্রভাব থেকে মুক্ত রাখতেই এই আইন দরকার। তাদের দাবি, বিদেশি সরকারগুলো রাশিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এনজিওগুলোকে ব্যবহার করছে। বিলটির অন্যতম প্রণেতা ও ক্ষমতাসীন দলের এমপি নিকোনভ বলেন, ‘যুগোস্লাভিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনে বিদেশিদের প্রভাবের অনেক প্রমাণ রয়েছে। এখন লিবিয়া, মিসর, তিউনিসিয়া ও কসোভোতেও তা হচ্ছে। এটা বিশ্বজুড়েই ঘটছে। বাইরের ইন্ধন থেকে রুশ গণতন্ত্রকে রক্ষা করতে হবে।’ এএফপি।

No comments

Powered by Blogger.