সত্যিকারের সবজান্তা-বিবিধ

 মানুষ গড়ে তার জীবনের তিন বছর বাথরুমে কাটায়  মোনালিসার ভ্রু নেই  চোরাবালিতে গাধা ডুবে যায়, কিন্তু খচ্চর ডোবে না  ভালোবাসার মানুষটির দিকে তাকালে আপনার চোখের মণি প্রসারিত হয়। একই ঘটনা ঘটে, যখন আপনি এমন কারও দিকে তাকান, যাকে আপনি প্রচণ্ড ঘৃণা করেন!


 কেউ জানে না, আইনস্টাইন মৃত্যুর আগে শেষ কী বলেছিলেন। তিনি কিছু জার্মান শব্দ উচ্চারণ করেছিলেন, কিন্তু তাঁর পাশে দাঁড়ানো সেবিকা (নার্স) কেবল ইংরেজিই বুঝতেন!
 বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই, কনুইতে যত জোরেই চিমটি কাটা হোক না কেন, ব্যথা হয় না!
 আপনি যদি কারও দিকে তাকিয়ে নিঃশব্দে ‘কালারফুল’ শব্দটি উচ্চারণ করেন, আপনার মুখভঙ্গি দেখে মনে হবে, আপনি তাকে ‘আই লাভ ইউ’ বলছেন!
 টেলিভিশন দেখার চেয়ে ঘুমানোর পেছনে বেশি ক্যালরি খরচ হয়!
ফান ফ্যাক্টস অবলম্বনে

No comments

Powered by Blogger.