রসকারণ-বক এক পায়ে ঘুমায় কেন? by আব্দুল কাইয়ুম

ওদের পায়ের পাতা এত বেশি ছড়ানো যে তারা সহজেই এক পায়ে দাঁড়িয়ে পুরো শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে। সুতরাং এক পায়ে যদি আসল কাজটা হয়, তাহলে মিছেমিছি দু পায়ে দাঁড়িয়ে শক্তি ক্ষয় করবে কেন? বক, সারস ও পরিযায়ী পাখি সব সময় খাদ্যের সন্ধানে উড়ে বেড়ায়। এ জন্য তাদের খুব বেশি শক্তি ব্যয় করতে হয়।


তাই এরা সব সময় শরীরের শক্তি বাঁচাতে চেষ্টা করে। এক পায়ে দাঁড়ালে আরেক পা বিশ্রাম পায়, কিছু শক্তি বাঁচে। বিশেষভাবে শীতকালে এরা এক পায়ে দাঁড়িয়ে ঘুমায়। কারণ তাদের লম্বা পায়ে পালক থাকে না বলে পায়ের চামড়া থেকে সহজেই শরীরের তাপ বেরিয়ে যায়। ঘুমানোর সময় যদি অন্তত একটা পা বুকের পালকে গুটিয়ে রাখে তাহলে শরীরে বেশি তাপ সংরক্ষণ করা যায়। ঠিক একই উদ্দেশ্যে ঘুমানোর সময় ওরা লম্বা ঠোঁট ও মাথা পাখার পালকের নিচে ঢেকে রাখে।

No comments

Powered by Blogger.