বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় by মনা ইসলাম

সারাদেশে আরেকটি সুখ্যাত হাসপাতালের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। নবজাতকের চিকিৎসা নিয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মুখলেছুজ্জামান হিরো জানান, এ হাসপাতালে নবজাতকের বেডসংখ্যা ১৭টি। অতিরিক্ত একটি ফ্রি বেড আছে। এ ছাড়া বেড ভাড়া ৫০০ টাকা। তিনি জানান, প্রতিদিন ইনডোরে ৮-৯ জন নবজাতক ভর্তি হয়। গাইনি ওয়ার্ড থেকে নবজাতক প্রসব হওয়ার পর সমস্যা দেখা দিলে এ ওয়ার্ডে ভর্তি করা হয়। আর আউটডোর


থেকে প্রতিদিন ২-৩ জন নবজাতক ভর্তি হয়। তিনি জানান, বর্তমানে শীতের প্রকোপে প্রতিদিন শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত নবজাতকের সংখ্যা বেশি। এ ছাড়া জন্ডিস, প্রি-ম্যাচিউরড নবজাতকও আসছে। তিনি জানান, এক দিনের শিশুকে নিয়েও উত্তরবঙ্গ থেকে অনেকে এখানে আসেন ভালো চিকিৎসার আশায়। জটিল সমস্যার নবজাতকদের ইনকিউবেটরে রাখা হয়। প্রি-ম্যাচিউরড নবজাতকদের বিপজ্জনক সময় অতিবাহিত করার জন্য ইনকিউবেটরে রাখা হয়।
হাসপাতালের নবজাতক ওয়ার্ড ঘুরে কথা হয় এক দিন বয়সী পাবনা থেকে আসা রোগীর আত্মীয় রুমীর সঙ্গে। তিনি জানান, তাদের শিশু পূর্ণ সময় নিয়ে জন্মায়নি। তাই নানা সমস্যা দেখা দেওয়ায় পাবনার ডাক্তার এ হাসপাতালের কথা বলেন। ৫ দিন হয়েছে এখানে তাদের রোগী ভর্তি। এখন রোগী ভালো আছে। শিশুর অসুস্থ মাকেও এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আসা ৩ দিন বয়সী শিশুর আত্মীয় রনক জানান, তাদের রোগী নন-পেয়িং বেডে চিকিৎসা হচ্ছে। এ বেডের সব ফ্রি হয়। আর পেয়িং বেডে চিকিৎসার বেড ভাড়া ৫০০ টাকা এবং অন্যান্য খরচ আছে। রনক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবজাতকের চিকিৎসা অনেক ভালো। কিন্তু দেশের সব এলাকায় এ ব্যবস্থা নেই। এজন্য আমাদের মতো অনেককেই এতদূর ছুটে আসতে হচ্ছে। ঁ

No comments

Powered by Blogger.