পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি: নানা অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে পিরোজপুরের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলম জানান, পিরোজপুরে দীর্ঘদিন ধরে ছাত্রলীগে সাংগঠনিক বিশৃঙ্খলা চলছিল। এছাড়া নানা অভিযোগও রয়েছে। তাই সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পিরোজপুর জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ই জুলাই সম্মেলনের মাধ্যমে ফয়সাল মাহাবুব শুভকে সভাপতি ও তানভির মুজিব অভিকে সাধারণ সম্পাদক করে ৭ জনের কমিটি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহামুদ হাসান রিপন এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়। কিন্তু দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি জেলা কমিটি। কমিটি বিলুপ্ত করা প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আম্মান লিটন জানান, ৭ জনের কমিটি ঘোষণার পর পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি, হয়নি কোন বর্ধিত সভা ও থানা সফর। তাই কেন্দ্র বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ছাত্রলীগকে বাঁচাতে আর কোন পথ খোলা ছিল না। সহ-সভাপতি মাসুদ আহম্মেদ রানা জানান, পিরোজপুর জেলা ছাত্রলীগ দুজনের কমিটিতে পরিণত হয়েছিল। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্রজিৎ হালদার বাবু জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক স্থবিরতা দূর করতে এটা কেন্দ্রের যুগোপযোগী সিদ্ধান্ত। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুব শুভর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি ভাসা ভাসা শুনেছি। কোন কাগজ পাইনি।

No comments

Powered by Blogger.