জলদস্যুদের হাতে জিম্মি ইরানের ১৩ জেলেকে উদ্ধার করলো মার্কিন নৌবাহিনী

মানবজমিন ডেস্ক: মার্কিন নৌবাহিনী আরব সাগরে জলদস্যুদের হাতে জিম্মি ইরানের ১৩ জেলেকে উদ্ধার করেছে। এ ঘটনায় ১৫ সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়েছে। ১ মাসেরও বেশি সময় আগে মাছ ধরার নৌকাটি দখল করেছিল জলদস্যুরা। মার্কিন প্রতিরক্ষা সদর-দপ্তর পেন্টাগনের উদ্ধৃতি দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ইরানের জেলেদের মাছ ধরার নৌকা থেকে পাওয়া একটি সংকেতের সূত্র ধরে তাদের উদ্ধার করতে সমর্থ হয় নৌবাহিনী। এদিকে ১৫ জন সন্দেহভাজন জলদস্যুকে গ্রেপ্তারের পর তাদের নিরাপত্তা হেফাজতে বন্দি রাখা হয়েছে। জলদস্যুদের হাতে আটক ওই জেলেদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে ও তাদের মানবেতর অবস্থায় রাখা হয়েছিল। পেন্টাগনের দেয়া তথ্য অনুযায়ী, তাদের জলদস্যুদের অনৈতিক কাজে সহায়তা করতেও বাধ্য করা হতো বলে ধারণা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.