উদ্যোক্তাদের ৪৫ দিনে দেড় কোটি শেয়ার কেনার ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার: দেড় মাসে প্রায় দেড় কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, গত ২২শে নভেম্বর থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত সময়ে ২৮টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা মোট এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৩৮০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা অনুসারে এরই মধ্যে অনেকেই পুঁজিবাজার হতে শেয়ার কেনা শুরু করেছেন। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুসারে প্রথমেই বেক্সিমকো লিমিটেড এবং বেক্সিমকো ফার্মার পরিচালক সালমান এফ রহমান অক্টোবর ও ডিসেম্বরে দুই ধাপে মোট ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন। এরই মধ্যে ৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন হয়েছে। ঘোষিত বাকি ৫ লাখ শেয়ার আগামীতে পর্যায়ক্রমে কিনবেন বলে জানা গেছে। এরপর আলহাজ টেক্সটাইল উদ্যোক্তা পরিচালকেরা ৬২ হাজার ও পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালকেরা ৩ লাখ ৭৩ হাজার ৭১৬টি শেয়ার কেনার ঘোষণা দেন। এছাড়াও যে ২৫টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকেরা পুঁজিবাজার হতে শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে এ তালিকায় রয়েছে- অগ্রণী ইন্সুরেন্সের ১৪ হাজার, উত্তরা ব্যাংকের ২ লাখ ৬০ হাজার, সিটি ব্যাংকের ৩ লাখ, পিপলস ইন্সুরেন্সের ৭ লাখ ১৫ হাজার, তাকাফুল ইন্সুরেন্সের এক লাখ ৫০ হাজার, কর্ণফুলী ইন্সুরেন্সের ৩০ হাজার শেয়ার, পপুলার লাইফের ৩ লাখ ৭৩ হাজার, ইউসিবিএল ১০ লাখ ৭০ হাজার, আল-আরাফা ইসলামী ব্যাংকের মোট ৩৭ লাখ শেয়ার, সাউথইস্ট ব্যাংকের ১০ লাখ ৩৩ হাজার, ইস্টল্যান্ড ইন্সুরেন্সের ১ লাখ ৫০ হাজার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ লাখ ৬০ হাজার ও রূপালী ইন্সুরেন্সের ২০ হাজার শেয়ার। এছাড়া আরও রয়েছে- শাহজালাল ইসলামী ব্যাংকের ৩ লাখ ৭৪ হাজার, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৪ লাখ ৬০ হাজার, ফু-ওয়াং ফুডের ১০ হাজার, এনসিসি ব্যাংকের ৫ লাখ ৯৪ হাজার ৮৫৪ শেয়ার, জুট স্পিনাসের্র ৭০০, রূপালী ইন্সুরেন্সের ২০ হাজার, তাকাফুল ইন্সুরেন্সের ৫০ হাজার, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬৪ হাজার ২০০, ফিনিক্স ইন্সুরেন্সের এক লাখ, এক্সিম ব্যাংকের এক লাখ, ইউনাইটেড এয়ারের ৪ লাখ, এস আলম কোল্ড রোল স্টিল মিলস লিমিটেড ১৬ লাখ ৩০ হাজার ৯১০টি শেয়ার ক্রয়ের ঘোষণা। গত ২২শে নভেম্বর এসইসি পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণের সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দেয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে উদ্যোক্তা ও পরিচালকদের এককভাবে কোম্পানির ২ শতাংশ ও সব উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে নিজ নিজ কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ৬ মাস সময় বেঁধে দেয় প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ১৫ই ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়। ফলে আগামী ১৫ মে’র মধ্যে এ সীমা অর্জন করতে হবে। অন্যথায় কোম্পানিগুলোকে পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে দেয়া হবে না বলেও এসইসি’র ওই নির্দেশনায় উল্লেখ করা হয়।

No comments

Powered by Blogger.