২০১১’র ‘বিশ্বসেরা’ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক: মাঠে নান্দনিক ফুটবলের রূপকার পেপ গার্দিওলা তার কারিগরির স্বীকৃতি পেলেন। ‘বিশ্বসেরা’ কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এ কোচ। ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অব হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) ২০১১ সালের সেরা কোচ নির্বাচিত করেছে গার্দিওলাকে। বিশ্বসেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোচ রিয়াল মাদ্রিদের হোসে মরিনহোকে পেছনে ফেলতে গার্দিওলার অর্জিত পয়েন্ট ২০১। মরিনহোর পেছনে থেকে সেরা কোচ নির্বাচনে তৃতীয় স্থানটি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। গত সপ্তাহে আইএফএফএইচএস’র খেতাবে ‘সেরা প্লেমেকার’ নির্বাচিত হন গার্দিওলার শিষ্য জাভি হার্নান্দেজ, আর সেরা গোলরক্ষক রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াস। গার্দিওলার অধীনে ২০১১ সালে বার্সেলোনার শো-কেসে ওঠে পাঁচটি শিরোপা। স্প্যানিশ লা-লিগা, সুপার কোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।

No comments

Powered by Blogger.