উপমহাদেশে আসছে বিশ্বসেরা ফুটবলাররা

পরিতোষ পাল, কলকাতা থেকে: চার মাস আগে মেসিদের রোমাঞ্চকর ফুটবল দেখার পর এবার কলকাতার দর্শকরা সুযোগ পাচ্ছেন রবার্তো কার্লোস, ডেনিলসন, জোলা, রেজি ব্লিনকার, কাফুদের মতো বিশ্বকাপ তারকাদের খেলা দেখার। সঙ্গে বাড়তি পাওয়া যাবে ফুটবলের রাজা পেলেকেও। মেসিদের মতোই এ বছরেই বিশ্বকাপ তারকাদের খেলা দেখার সুযোগ পাবেন  বাংলাদেশের মানুষও। জানা গেছে, বিশ্বের সুপারস্টারদের দলটি এই বছরে ২০টি দেশ সফর করবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কায়ও তারা খেলবেন। এরপর বছরের শেষদিকে যাবেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও জাপান। জানা গেছে, এই পর্যায়ে কার্লোস-কাফুরা পাহাড়ি দেশ নেপালে খেলে কলকাতায় আসবেন। আগামী ২৩শে জানুয়ারি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যাবে বিশ্বকাপ তারকাদের পায়ের জাদু। বিশ্বকাপ তারকাদের সঙ্গে ফের কলকাতা মাতাতে আসছেন ফুটবলের রাজা পেলে। রোনালদো, রবার্তো ব্যাজ্জিও এবং রোনালদিনহোও আসতে পারেন বলে গত শুক্রবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজক সংস্থা জেপিআর ইভেন্টসের সিইও সুনীল হামাল। বিশ্বের সুপারস্টার দলের নেতৃত্ব দেবেন কাফু। আর দলের কোচ হিসেবে আসছেন রুড গুলিত। আর এদের বিরুদ্ধে খেলবেন বাইচুং ভুটিয়ার নেতৃত্বাধীন স্বপ্নের ভারতীয় একাদশ। এই একাদশে আইএম বিজয়ন, জো পল আনচেরি, সুনীল ছেত্রীদের পাশাপাশি দেখা যাবে বলিউডের সেলিব্রেটিদেরও। জানা গেছে, বাইচুং ভুটিয়ার নেতৃত্বাধীন সেই একাদশে দেখা যেতে পারে জন আব্রাহাম, দিনো মারিয়ার মতো অভিনেতাদের। ভারতীয় দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া এদিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিশ্বকাপ তারকাদের হারানোর এটাই ভারতের কাছে একটা সুযোগ। তাছাড়া পেলের উপস্থিতিতে বিশ্বকাপ তারকাদের পাশাপাশি খেলা যে কোন খেলোয়াড়ের কাছে একটা স্বপ্ন। সেই স্বপ্ন সার্র্থক হতে চলেছে বলে তিনি জানান।

No comments

Powered by Blogger.