৭০ বছর পর যোদ্ধার হাতে মায়ের চিঠি

মানবজমিন ডেস্ক: দীর্ঘ ৭০ বছর পর মায়ের লেখা চিঠি পেয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রবীণ যোদ্ধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানদের হাতে ধরা পড়ার পর সৎ মা তাকে এ চিঠি লিখেছিলেন। ১৯৪১ সালে বন্দিশিবিরে বন্দি থাকা অবস্থায় ডেভ হাটনকে চিঠিটি লিখেছিলেন তার মা। কিন্তু সে সময় চিঠিটি তার হাতে পৌঁছেনি। তাকে না পেয়ে নিখোঁজ উল্লেখ করে চিঠিটি ফেরত আসার পর তার সৎ মা ডেইজি সেটিকে না খুলেই একটি বাক্সে রেখে দিয়েছিলেন। আগামী সপ্তাহে ৯৫তম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছেন ডেভ হাটন। এমন সময়েই তিনি অবশেষে মায়ের লেখা চিঠিটি পেয়েছেন। তা অবশ্য আবিষ্কার করেছে তারই ভাই। ব্ল্যাক ওয়াচ কর্পোরাল হাটন ১৯৪১ সালে যুদ্ধ করার সময় আহত হয়ে জার্মান সেনাদের হাতে বন্দি ছিলেন। প্রথমে তাকে চার বছর পোল্যান্ড ও চেকোশ্লোভাকিয়ার বন্দিশিবিরে কাটাতে হয়েছিল। কিন্তু তার অবস্থান না জেনেই মিশরের ঠিকানাতে চিঠি দেয়ায় সেটা আর তার হাতে পৌঁছেনি। ১৯৪৫ সালে রাশিয়ান সেনাদের সহায়তায় তিনি মুক্তি পান। কিন্তু তিনি এ চিঠির কথা কিছুই জানতেন না। হাটন বলেছেন, তার ভাই ডেন পুরনো জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে চিঠিটি আবিষ্কার করে তাকে দিয়েছেন। তখন তিনি বিস্মিত হয়েছেন। তিনি বলেছেন, হাতের লেখা দেখেই আমি চিনতে পেরেছি এটা ডেইজিই লিখেছিলেন। তিনি প্রায়ই চিঠি লিখে আমাকে নানা খবর দিতেন। আমি চিঠিটি খুলে ৭০ বছর আগের পারিবারিক বিষয় নিয়ে লেখা চিঠিটি পড়লাম। চিঠিটি পড়তে আমার খুবই ভালো লেগেছে।

No comments

Powered by Blogger.