আন্দোলন-সংগ্রামে সিলেটের সর্বস্তরের মানুষকে রাজপথে থাকার আহ্বান প্রবাসী নেতাদের

সিলেট অফিস: প্রবাসী বিএনপি ও কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট বিএনপি’র নেতারা। শনিবার রাতে সিলেট নগরীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপি’র সভাপতি এম এ হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহীনের পরিচালনায় বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি, সাসেক্স বিএনপি’র সভাপতি এবং বিশিষ্ট চিত্র প্রযোজক ও পরিচালক  অভিনেতা নুরুল আমীন, সাসেক্স বিএনপি’র সাংস্কৃতিক সম্পাদক, ডেপুটি মেয়র, কাউন্সিলর বিশিষ্ট সংগীত শিল্পী হারুন মিয়া, সী-কোর্ড টাউনের কাউন্সিলর, সাসেক্স বিএনপি’র সভাপতি মো. আলী হায়দার, সিলেট জেলা বিএনপি’র সভাপতি এড. আবদুল গফফার, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জলালী পংকী, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েছ লোদী, অর্থ সম্পাদক ফরহাদ চৌধুরী শামীম, সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী। আওয়ামী সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না, সরকারের প্রতি মানুষের সমর্থন না থাকায় দলীয় সরকারের মাধ্যমে কারচুপি করে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বক্তারা বলেন, এ দেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, তাই শেখ হাসিনার মন্ত্রীরা পাগলের প্রলাপ শুরু করেছেন সংবিধানে বিসমিল্লাহ এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল ও ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে এবং টিপাইমুখ বাঁধ নির্মাণে তাদের বক্তব্য পরিষ্কার না করে সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তাই সব অন্যায় সিদ্ধান্ত, অগণতান্ত্রিক আচরণ, সীমান্তবর্তী এলাকায় অরাজকতা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, শেয়ারবাজারে ডাকাতি, সর্বোপরি জনবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে বেগম জিয়া যে কর্মসূচি ঘোষণা করবেন তা সফল করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস, মহিলা দলসহ সব সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে  রাজপথে থাকাতে হবে। বক্তরা আরও বলেন, বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের ওপর থেকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করুন। বিএনপি’র নেতাকর্মীদের মামলা দিয়ে আন্দোলন থামিয়ে রাখা যাবে না। প্রবাসী নেতারা বলেন, আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতার চেষ্টা করব। ওই মতবিনিময়  সভায় আরও উপস্থিত ছিলেন লুৎফুর রহমান চৌধুরী, লল্লিক আহমদ চৌধুরী, সুলেমান হোসেন, নজিবুর রহমান নজিব, আক্তার বক্স জাহাঙ্গীর, হাজী মিলাদ আহমদ, মীর্জা বেলায়েত হোসেন লিটন, হুমায়ন আহমদ মাসুক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, আবদুল হাকিম, এড. হাদিয়া চৌধুরী মুন্নী, মকবুল হোসেন, আশরাফ উদ্দিন, উসমান মিয়া, এমদাদ হোসেন, আমীর আলী, শফিকুর রহমান, তফজ্জুল আলী, সেলিম রানা, খসরুজ্জামান খসরু, জাফর ইকবাল তারেক, দুলাল আহমদ, জিয়া উদ্দিন লিটন, আবু কয়ছর, মকুল মুর্শেদ, আলমগীর আহমদ সোহেল, রুস্তম আলী, আমিনুর রশিদ খোকন, কাউন্সিলর রাহেলা খানম মুক্তা, সাবেক কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, রুবি রহমান, সাথী বেগম, ফাতেমা জামান রুজি, রাহিলা জেরিন কানন, ছাত্রনেতা এমদাদুল হক স্বপন, মীর্জা সম্রাট, মাসুক আহমদ, আসাদুল হক আসাদ, মিনাজ আহমদ পাঠান, সাদেক আহমদ জিতু, জাবেদ আহমদ জামান আহমদ খান, পারভেজ খান জুয়েল, বশিরুজ্জামান নুভেল, কপিল হোসেন, এম এ হাসান, আবদুুল আজিজ গিলমান, টিপু আহমদ, কাছির আহমদ সায়ন, আলী আকবর রাজন, শাহিন আহমদ আবু সাকের প্রমুখ।

No comments

Powered by Blogger.