‘১০০০ বছরের মধ্যে ধ্বংস হবে পৃথিবী’

মানবজমিন ডেস্ক: বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং বলেছেন, মানুষ মঙ্গল গ্রহে বসতি স্থাপন করবে। সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। তবে সেটা হবে আরও ১০০ বছর পর। তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, এক সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফলে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে মানুষ মঙ্গল ও অন্যান্য গ্রহে বসতি স্থাপন করবে। পর্যায়ক্রমে মহাবিশ্বের সব গ্রহ-নক্ষত্র জয় করে নেবে মানুষ। তিনি বলেন, পারমাণবিক যুদ্ধ বা বৈশ্বিক উষ্ণতার কারণে এক হাজার বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ফলে মানুষের জন্য বিভিন্ন গ্রহে ছড়িয়ে পড়া অপরিহার্য হয়ে যাবে। গতকাল হকিংয়ের ৭০তম জন্মবার্ষিকীর সন্ধ্যায় বিবিসি রেডিও-৪ এর শ্রোতাদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, মহাবিশ্বের যে কোনও গ্রহে বুদ্ধিদীপ্ত প্রাণের আবিষ্কার করা হবে বিজ্ঞানের সর্বকালের সবচেয়ে বড় আবিষ্কার। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এলিয়েনের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা ভয়ানক ব্যাপার হবে। তবে যদি এলিয়েন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, ব্যাপারটা ইউরোপিয়ানদের আমেরিকা আবিষ্কারের মতো ঘটনা হবে। পৃথিবীর সঙ্গে তার বিকল্প সৌরজগতের মিল বেশি হওয়ায় তাকে মানুষের জন্য জয় করা সম্ভব বলে ধরে নেয়া হয়। হকিং বলেন, আমি আশাবাদী। বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতি মানুষকে সৌরজগতের বিভিন্ন গ্রহে ছড়িয়ে পড়তে সমর্থ করে তুলবে। বিবিসিকে তিনি সাক্ষাৎকারটি দেন, তার ৭০তম জন্মদিনে আয়োজিত এক কনফারেন্সে। তার সম্মানে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তিনদিনের এ সম্মেলন আয়োজন করে। সেখানে তিনি গণিতের লুকেসিয়ান প্রফেসর। কোন্‌ জিনিস তাকে বেশি হতবিহ্বল করে এবং কোন্‌ জিনিসটি সবচেয়ে বেশি রহস্যময়- এমন প্রশ্নে বলেন, তার কাছে সবচেয়ে রহস্যের জিনিস হলো নারী। এটা হলো সম্পূর্ণ রহস্যময় একটি বস্তু। তিনি তার সামপ্রতিক চিন্তায় বলেন, আলোর গতির চেয়েও নিউট্রিনোর গতি অনেক বেশি। সম্মেলনটি আজ হকিংয়ের সঙ্গে বর্তমান সময়ের পদার্থবিদদের আলোচনার মধ্যদিয়ে শেষ হবে।

No comments

Powered by Blogger.