ভারতে তরুণীদের ড্রেস কোড বিতর্কে তসলিমা নাসরিন

মানবজমিন ডেস্ক: ভারতে তরুণীদের ড্রেস কোড কি হবে তা নিয়ে সমালোচনার মধ্যে মন্তব্য করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সমপ্রতি সেখানে নারীদের পোশাকের কারণে ধর্ষণের ঘটনা বাড়ছে বলে বিভিন্ন পর্যায় থেকে অভিযোগ করা হয়েছে। এর প্রেক্ষিতে কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন- নারীদের পোশাক পুরুষকে ধর্ষণে প্রলুব্ধ করে। টুইটারে এরই জবাব দিয়েছে তসলিমা নাসরিন। তিনি লিখেছেন- নারীদের ধর্ষণ প্রতিহত করতে বিশেষ ধরনের পোশাক পরতে বলা হচ্ছে। কিন্তু পুরুষদের ধর্ষণ না করার কথা বলছে না। নারীরা বোরকা বা বিকিনি যাই পরুক না কেন, তারা ধর্ষণের শিকার হবেন। ধর্ষণটা দর্শনের সঙ্গে জড়িত নয়। এটি এক ধরনের অপরাধ। তরুণীদের ড্রেস কোড সম্পর্কে সমপ্রতি এক মন্তব্য করে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন ব্যাঙ্গালোরের উইমেন স্টাডিজের এক বিশেষজ্ঞ। ওই ইউনিভার্সিটির উইমেন স্টাডিজ বিভাগের সাবেক প্রধান ড. কে কে সীথামা একটি জাতীয় দৈনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, নারীদের নিজের নিরাপত্তার জন্যই তিনি ড্রেস কোডের পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির অনেক প্রভাষকই জিন্স এবং সালোয়ার পরেন। এ ধরনের পোশাক পরে তারা ছেলেদের কাছ থেকে কি ধরনের সম্মান আশা করতে পারেন? তার এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন রাজধানী নয়া দিল্লির অনেক শিক্ষিকাই। তারা এ ধরনের পরামর্শকে অবাস্তব এবং পশ্চাৎপদ হিসেবে বিবেচনা করছেন। ভারতের বসবাসকারী বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনও তার টুইটারের এ ব্যাপারে মন্তব্য দিতে গিয়ে ওই কথা লিখেছেন।

No comments

Powered by Blogger.