বাংলাদেশ সফরে ইউনিসেফের নির্বাহী পরিচালক

স্টাফ রিপোর্টার: ইউনিসেফের নির্বাহী পরিচালক, এন্থনি লেক শিশু ও মহিলাদের মোকাবিলা করা চ্যালেঞ্জগুলো তুলে ধরতে তিন দিনের এক সফরে আজ ঢাকা আসছেন। বাংলাদেশে অবস্থানকালে মি. লেক সুবিধাবঞ্চিত এবং কর্মজীবী শিশুরা যেসব সমস্যার মুখোমুখি হয় তা স্বচক্ষে দেখতে ইউনিসেফের প্রকল্প পরিদর্শন করবেন। সফরকালে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সাক্ষাৎকালে তিনি তাদের সঙ্গে সুবিধা বঞ্চিত শিশুদের বঞ্চনা কমিয়ে আনার ব্যাপারে ইউনিসেফের নতুন কান্ট্রি প্রোগ্রামের (২০১২-২০১৬) আওতার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করবেন। জনসেবামূলক কাজে ৪৫ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে মি. লেক ২০১০ সালের ১লা মে ষষ্ঠ নির্বাহী পরিচালক হিসেবে ইউনিসেফে যোগদান করেন। যোগদানের প্রাক্কালে তিনি জর্জ টাউন ইউনিভার্সিটির এডমন্ড এ ওয়ালস স্কুল অব ফরেন সার্ভিসের প্র্যাকটিস অব ডিপ্লোম্যাসি বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৪ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের উইড্রো উইলসন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এফেয়ার্স থেকে পিএইচডি লাভ করেন।

No comments

Powered by Blogger.