টুজি কেলেঙ্কারি মামলা -চিদাম্বরমের বিরুদ্ধে নথি পেশ

মানবজমিন ডেস্ক: ভারতে বহুল আলোচিত টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে অবশেষে জড়িয়ে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এর সঙ্গে তার জড়িত থাকার ব্যাপারে প্রয়োজনীয় নথি জনতা পার্টি প্রেসিডেন্ট সুব্রামনিয়াম স্বামী গতকাল আদালতে জমা দিয়েছেন। স্পেশাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) বিচারক ও. পি সাইনি টুজি স্পেকট্রামের সঙ্গে চিদাম্বরমের জড়িত থাকার ব্যাপারে সুব্রামনিয়ামের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি ২১শে জানুয়ারি চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করেছেন। সুব্রামনিয়াম বলেছেন, তৎকালীন টেলিযোগাযোগমন্ত্রীর টুজি স্পেকট্রামের সিদ্ধান্তের ব্যাপারে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের যে সম্মতি ছিল সেটাই এসব নথিপত্রে প্রমাণিত হবে। স্পেকট্রাম কেলেঙ্কারির যে সময় শুরু হয়েছিল তখন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (ইউপিএ) অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন পি চিদাম্বরম। সুব্রামনিয়াম এবার চিদাম্বরমকে এ মামলার একটি পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তিনি বলছেন, ২০০৮ সালে যখন স্পেকট্রামের মূল্য নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তখন চিদাম্বরম এবং এ. রাজা দু’জনে মিলেই নিয়েছিলেন। তৎকালীন টেলিযোগাযোগমন্ত্রী এ. রাজা এর সঙ্গে জড়িত থাকার দায়ে গত ২রা ফেব্রুয়ারি থেকে দিল্লির তিহার কারাগারে বন্দি রয়েছেন। সুব্রামনিয়াম স্বামী বলেছেন, ২০০১ সালের দর অনুযায়ী স্পেকট্রামের মূল্য নির্ধারণের সুপারিশ করার অপরাধে রাজা এবং চিদাম্বরম দুজনেই সমান অপরাধী। সুব্রামনিয়াম স্বামী এর আগেও টুজি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন দফা নথিপত্র জমা দিয়ে চিদাম্বরমের বিচার দাবি করেছিলেন।

No comments

Powered by Blogger.