ইরানে হামলা বিপর্যয় বয়ে আনবে: রাশিয়া

মানবজমিন ডেস্ক: ইরানে সামরিক হামলা হলে তা মারাত্মক বিপর্যয় বয়ে আনতে পারে। এমন সতর্কতা উচ্চারণ করেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি বলেন, ইরানে হামলা চালালে তাতে মানবিক বিপর্যয় নেমে আসবে। এর ফলে ইরান থেকে আশ্রয়প্রার্থী বা শরণার্থীর ঢল নামবে। মধ্যপ্রাচ্যে সামপ্রদায়িক বিরোধ তীব্রতর হয়ে দেখা দেবে। শিয়া-সুন্নি দ্বন্দ্ব দেশগুলোকে বিভক্ত করে ফেলবে। এদিকে এর আগে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক ইরানের ওপর ইসরাইলের হামলার যে কোন সিদ্ধান্তকে নাকচ করে দিয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলেছেন, ইস্তাম্বুলে পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার সুনির্দিষ্ট দিন, তারিখ ও ক্ষণ অচিরেই জানানো হবে। তবে বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার ব্যাপারে কোন তারিখ বা পরিকল্পনা নেয়া হয়নি। এদিকে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধের কারণে ইসরাইল ও ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে, যা রূপ নিতে পারে সামরিক যুদ্ধে। এ আশঙ্কাতেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ পশ্চিমা দেশ বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে হামলা চালানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। যে কোন মূল্যে এ বিপর্যয় এড়ানোর পরামর্শ দেন তিনি।

No comments

Powered by Blogger.