ভারতে এলে আক্রান্ত হতে পারেন রুশদি



মানবজমিন ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার বিতর্কিত লেখক সালমান রুশদি রাজস্থানের জয়পুরে সাহিত্য উৎসবে যোগদান করতে গেলে মৌলবাদীদের আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ভারতের মৌলবাদী নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট রুশদিকে টার্গেট করতে পারে বলে সতর্কতা জারি করেছে। রাজস্থানের রাজ্য সরকার ও দিল্লির কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে জারি করা ওই সতর্কতায় মুম্বইভিত্তিক রেজা একাডেমীও রুশদিকে অপদস্থ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে একাডেমীর মহাসচিব সাঈদ নুরী কেউ রুশদিকে জুতা মারতে পারলে তাকে ১ লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন। ওই সতর্কতায় বেআইনি ছাত্র আন্দোলনটির নেতা ২০০৩ সালে মুম্বইয়ে হামলা মামলায় অন্যতম অভিযুক্ত সাকিব নচন ভারত ভ্রমণকালে রুশদিকে হামলা করার পরিকল্পনা করছে বলে উল্লেখ করেছে। জঙ্গি নেতা নচন ২০১১ সালের জানুয়ারি থেকে জামিনে রয়েছেন। ফেডারেল সরকারের জারি করা সতর্কতায় রাজস্থান ও দিল্লিকে রুশদির নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতসহ শান্তি ও সামপ্রদায়িক সমপ্রতি বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। ওদিকে রাজ্য সরকার রুশদিকে সাহিত্য উৎসবে যোগদান থেকে বিরত রাখার চেষ্টা করছে এমন অভিযোগে বিক্ষোভের আশঙ্কায় রয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলুট বলেন, ‘আমি নিশ্চিত যে উৎসবের আয়োজকরা স্থানীয় জনগণের সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখাবে।’

No comments

Powered by Blogger.