সাংবাদিকদের মতামত নিয়েছে স্কিম কমিটি

পুঁজিবাজার ধসের কারণে যেসব বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়ার লক্ষ্যে গঠিত বিশেষ স্কিম কমিটি সাংবাদিকদের মতামত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের মতামত নেন আইসিবি চেয়ারম্যান ড. ফায়েকুজ্জামান। এ সময় স্কিম কমিটির সদস্য ড. শুভ্র কান্তি উপস্থিত ছিলেন। বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ সময় বিনিয়োগকারীদের অবস্থাসহ ক্ষতিপূরণের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এর আগে কমিটি সকল মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কাছে মার্জিন ও নন মার্জিন হিসাবসমূহের তথ্য চেয়ে যে চিঠি ইস্যু করেছিল তা জমা দেয়ার সময় ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। উল্লেখ্য, গত ১৮ই ডিসেম্বর প্রকৃত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের চিহ্নিত করতে গঠিত বিশেষ স্কিম কমিটি সকল মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কাছে মার্জিন ও নন-মার্জিন হিসাবসমূহের তথ্য চেয়ে চিঠি ইস্যু করে। গত ৫ই ডিসেম্বর বিশেষ স্কিম কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং ২৭শে নভেম্বর সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বিশেষ স্কিম তৈরির লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

No comments

Powered by Blogger.