২০১২ সালে বিশ্ব অর্থনীতি আরও কঠিন সময় পার করবে: বিশ্বব্যাংক

মানবজমিন ডেস্ক: বিশ্বব্যাংকের ষান্মাসিক প্রতিবেদনে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির নিম্নগতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার পাশাপাশি ২০১২ সালে পৃথিবীতে অর্থনৈতিক অধোগতির পূর্বাভাস দেয়া হয়েছে। এই অবনমন বিশ্বের কোন অঞ্চল বা কোন দেশই এড়াতে পারবে না বলেও মঙ্গলবারে প্রকাশিত এই প্রতিবেদনে  হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বিশ্ব অর্থনীতির এই মন্থরগতি ইউরোপের বর্তমান ঋণ সঙ্কট থেকে উদ্ভব হলেও সারা বিশ্বই এর দ্বারা প্রভাবিত হবে বলেও জানানো হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও এক বিরাট ধাক্কা হানবে বলেও ইঙ্গিত করা হয়েছে। বিশ্ব অর্থনীতি এই বছরে ২.৫ ভাগ এবং আগামী বছর ৩.১ ভাগ সমপ্রসারিত হওয়ার পাশাপাশি কিছু উন্নয়নশীল দেশের অর্থনীতি উন্নত বিশ্বের দেশগুলোকে ছাড়িয়ে গেলেও বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার যথাক্রমে ৫.৪ ভাগ ও ৬ ভাগে দাঁড়ানোর আভাস দিয়েছে। ফলে ইউরোপে ঋণ সঙ্কট ও বিশ্ব জুড়ে দুর্বল প্রবৃদ্ধি উন্নয়নশীল বিশ্বের অর্থনীতিকে আরও খারাপ করে দিতে পারে বলে সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে বছর জুড়ে অর্থনীতির এমন মন্থরগতির পিছনে দু’টি কারণ রয়েছে বলে জানিয়েছে। ইউরোপের ঋণ সঙ্কট ঘনীভূত হওয়ার পাশাপাশি কয়েকটি বড় উন্নয়নশীল দেশ অতিমাত্রায় মুদ্রা স্ফীতি ঘটিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করায় এহেন পরিস্থিতির জন্ম দিবে। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটিতে উচ্চ ঋণ ও ঘাটতি মোকাবিলায় জাপান ও যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কথা তুলে ধরে বিশ্বের অন্যান্য উচ্চ আয়ের দেশগুলোতে নিম্ন প্রবৃদ্ধির কারণে আকস্মিক পরিস্থিতির জন্ম দিতে পারে বলেও আশঙ্কা পোষণ করা হয়েছে।  এছাড়াও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় রাজনৈতিক উত্তেজনার কারণে তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি আবারও আঘাত পাবে বলে উল্লেখ করা হয়েছে।

No comments

Powered by Blogger.