টেল এন্ড টিউনের আয়োজনে ‘কথা ও গান’

স্টাফ রিপোর্টার: বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে টেল এন্ড টিউনের উদ্যোগে ‘কথা ও গান’ নামে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটি ছিল টেল এন্ড টিউনের চতুর্থ আয়োজন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও টেল এন্ড টিউনের সভাপতি কামরুল হাসান এনডিসি, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা। এর বাইরে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ও সংগীত শিল্পী রেজাউল করিম হিটলু। এ অনুষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে ফেরদৌস আরা টানা চতুর্থবারের মতো এ আয়োজনে সংগীত পরিবেশন করলেন। বেশ কয়েকটি নজরুলসংগীত ছাড়াও অনুষ্ঠানে হারানো দিনের গান ও আধুনিক গান পরিবেশন করে আগত অতিথিদের অন্যরকম এক ভুবনে নিয়ে যান ফেরদৌস আরা। গানের ফাঁকে ফাঁকে নজরুলের প্রতি ভালবাসার কথাও জানান দেন তিনি। এরপর বেশ কিছু গান পরিবেশন করেন রেজাউর করিম হিটলু। পাশাপাশি কয়েকটি কৌতুক পরিবেশন করে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন হিটলু। গান ও কৌতুকের ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে চলে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে বেশ কয়েকটি নৃত্য পরিবেশন করেন দেশের প্রথিতযশা নৃত্যশিল্পী তামান্না রহমান ও তাহনিনা ইসলাম ঝুমি। ‘কথা ও গান’ শীর্ষক এ অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। আর অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

No comments

Powered by Blogger.