সাগরদাঁড়িতে ‘মধুমেলা-২০১২’



স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব ‘মধুমেলা-২০১২’ আগামীকাল যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে। উৎসবটি এরই মধ্যে দেশের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত (২৫শে জানুয়ারি ১৮২৪-২৯ জুন ১৮৭৩) উনিশ শতকের জনপ্রিয় বাঙালি কবি ও নাট্যকার। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেন। মধুসূদন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কবি এবং বাংলা সনেটের জনক। তিনি চতুর্দশপদী অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। বৃহত্তর পরিসরে এ কিংবদন্তি কবি-নাট্যকারের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ‘মধুমেলা’  আয়োজন করা হয়। সাত দিনব্যাপী আয়োজিত উৎসবে সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। এবার নিয়ে পরপর চতুর্থবারের মতো অন্যতম বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে। যশোর জেলা প্রশাসন এ উৎসবের গর্বিত আয়োজক। বহুড়বৎসর যাবৎ উদযাপিত হয়ে এ উৎসব সব শ্রেণীর মানুষের সম্মিলনী ও বিনোদনের অফুরন্ত এক কেন্দ্র হয়ে উঠেছে। উৎসবে অংশগ্রহণের জন্য বরাবরের মতো এবারও সারাদেশের শত শত সাংস্কৃতিক ব্যক্তিত্ব-কর্মীসহ শ্রেণী-বয়স-পেশা নির্বিশেষে হাজার হাজার মানুষ যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে সমবেত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

No comments

Powered by Blogger.