গুলশানে ২০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে প্রকাশ্যে অস্ত্রের মুখে এক গার্মেন্টস কর্মকর্তার কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর   পৃষ্ঠা ১৭ কলাম ৬
আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলশান থানা পুলিশ জানায়, গুলশান-১ এলাকায় মাইক্রোবাসের গতিরোধ করে পলমল গ্রুপের কর্মকর্তাদের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পলমল গ্রুপের চার কর্মকর্তা গুলশান-১ এর ব্র্যাক ব্যাংকের শাখা থেকে ২০ লাখ টাকা তুলে গুলশান-২ এর ৩০ নম্বর সড়কে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ফিরছিলেন। এ সময় তাদের মাইক্রোবাসটি গুলশান-১ এর সাত নম্বর সড়কের মাথায় পৌঁছলে একটি প্রাইভেটকার ও দুু’টি মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীরা গতিরোধ করে। তারা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, ছিনতাইয়ের ঘটনার সময় কোন ধরনের ধস্তাধস্তি বা সামান্য মারধরের ঘটনাও ঘটেনি। ঘটনাটি রহস্যের সৃষ্টি করেছে।

No comments

Powered by Blogger.