ফিরে দেখাঃ ম্যারি তুসো by ইমরান রহমান

মোমের ভাস্কর্য তৈরির জন্য বিখ্যাত ম্যারি তুসো ১৭৬১ সালের ১ ডিসেম্বর ফ্রান্সের স্ট্রসবার্গে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডনে ম্যাডাম তুসো নামে একটি জাদুঘর স্থাপন করেন মোমের ভাস্কর্য সংরক্ষণের জন্য।
তুসোর জন্ম হয় সৈনিক বাবা যোসেফ গ্রসহলজ এবং মা অ্যান মেরি ওয়েল্ডারের ঘরে।
তবে তুসোর জন্মের দু’মাস আগে বাবা সেভেন ইয়ার্স যুদ্ধে প্রাণ হারান। এ অবস্থায় তার মা তাকে নিয়ে বার্নে চলে আসেন এবং এক সুইস চিকিত্সকের বাসায় হাউসকিপারের কাজ নেন। এই ডাক্তার ফিলিপ কারটিয়াস মোমকে বিভিন্ন আকৃতি দিতে পারতেন। তার কাছ থেকেই তুসোর হাতেখড়ি। মোমকে বিভিন্ন রূপদানে তুসো অসাধারণ মেধার পরিচয় দিতে থাকেন। ১৭৭৮ সালে প্রথম তিনি ফরাসি দার্শনিক জা জ্যাকুস রস্যুর প্রতিকৃতি তৈরি করেন মোম দিয়ে। পরবর্তী সময়ে ভলতেয়ার এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের অবিকল প্রতিকৃতিও তৈরি করেন তিনি।
ফরাসি বিপ্লবে জড়িয়ে পড়েছিলেন তুসো। রিন অব টেররের সময় তিনি একবার গ্রেফতার হন এবং তাকে গিলোটিনে শিরশ্ছেদ করার প্রস্তুতিতে তার মাথা কামিয়ে ফেলা হয়। কিন্তু কয়েকজন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে সে যাত্রা তিনি রেহাই পান। অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাদের মুখোশ তৈরির কাজ পেয়েছিলেন তুসো।
১৭৯৫ সালে তুসো ফ্রাঙ্কোয়িজ তুসোকে বিয়ে করেন। ১৮৫০ সালের ১৬ এপ্রিল তিনি লন্ডনে পরলোকগমন করেন।

No comments

Powered by Blogger.