বিদায়কালে এডিবির কান্ট্রি ডিরেক্টর-মধ্য আয়ের দেশের পথে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ

শীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর থেভাকুমার কান্দিয়া গতকাল এডিবির চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। উন্নয়ন ব্যাংকিং পেশায় তার ৩৫ বছর ক্যারিয়ারের ২৮ বছর কেটেছে এডিবিতে। বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করেন ২০১০ সালের মে মাসে। বাংলাদেশ সম্পর্কে মূল্যায়ন করতে যেয়ে থেভাকুমার কান্দিয়া বলেন, 'দায়িত্ব পালনকালে অগ্রসরমান ও প্রাণোচ্ছল বাংলাদেশকে দেখেছি।


২০২১ সালের মধ্যে মধ্যআয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের দ্রুত অগ্রগতি হচ্ছে। দেশটি গত অর্থবছরে সম্মানজনক ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। গত দশকে গড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। গত ৫ বছরের বাংলাদেশের দারিদ্র্য হার ৪০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫ শতাংশ হয়েছে। নানান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এসব অর্জন গুরুত্বপূর্ণ।' কান্দিয়া আরও বলেন, 'বাংলাদেশে গত ২০ মাসে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপকভাবে মতবিনিময় করেছি এবং বাংলাদেশ ও তার মানবসম্পদ, প্রবৃদ্ধি অর্জনের ক্ষমতাসহ নানা বিষয়ে জেনেছি। বাংলাদেশে এডিবির কার্যক্রম আরও ফলপ্রসূ করতে তাদের মূল্যবান পরামর্শ নিয়েছি। আমার কাজে সহযোগিতার জন্য আমি সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, গবেষণা সংস্থা, মিডিয়াসহ সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সুন্দর স্মৃতি নিয়ে আমি বাড়ি যাচ্ছি।' গত বছর শেষে বাংলাদেশে এডিবির পুঞ্জীভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩শ' কোটি মার্কিন ডলার। বর্তমানে এডিবি বাংলাদেশের ৫৫টি প্রকল্পে ৫৪৬ কোটি ডলারের ঋণ সহায়তা দিচ্ছে। বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি পার্টনারশিপ কৌশলে (২০১১-২০১৫) প্রতি বছর প্রায় ১শ' কোটি ডলার ঋণ দেবে এডিবি। জ্বালানি, পরিবহন, নগর উন্নয়ন, শিক্ষা, কৃষি এবং প্রাকৃতিক সম্পদ খাতে ওই ঋণ দেওয়া হবে।

No comments

Powered by Blogger.