ভারতে কাঁচা পাট রপ্তানির প্রজ্ঞাপনে খুলনায় বিক্ষোভ by কৌশিক দে

ভারতে কাঁচা পাট রপ্তানি নিয়ে সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে খুলনার পাট ব্যবসায়ী ও জুট প্রেস শ্রমিক কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জুট প্রেস শ্রমিকরা গত বুধবার দৌলতপুরে বিক্ষোভ করেছেন। সমাবেশে প্রজ্ঞাপন বাস্তবায়ন হলে দেশের ২৫টি জুট প্রেসের প্রায় ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বেকার হয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। প্রজ্ঞাপন বাতিল না হলে কঠোর কর্মসূচি


ঘোষণার হুঁসিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। পাট ব্যবসায়ী ও শ্রমিকরা জানান, গত ২২ নভেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব ফজলুল করিম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, 'পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ (জি) (১) ধারা অনুসরণে সরকার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতে পাকা বেলের পাশাপাশি কাঁচা বেল আকারেও নির্দিষ্ট শর্তে পাট রপ্তানির অনুমতি দানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।'
দৌলতপুর জুট প্রেস বেলিং অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শেখ মনিরুজ্জামান বলেন, 'পাট মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপন আত্মঘাতী। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবেন। আমরা এই প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছি।' দৌলতপুর জুটপ্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ফিরোজ কালের কণ্ঠকে বলেন, 'প্রজ্ঞাপন জারির পরই আমরা বিষয়টি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মাধ্যমে পাটমন্ত্রীকে জানিয়েছি। এ বিষয়ে জুট অ্যাসোসিয়েশনের সাথে মন্ত্রীদের বৈঠক হয়েছে।'
জুট অ্যাসোসিয়েশনের কনভেনর শেখ কওসার বলেন, 'সরকারের এই প্রজ্ঞাপনে দেশের পাটের ব্যবসা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। তারা বাংলাদেশ থেকে মুষ্টিমেয় ব্রোকারের মাধ্যমে কাঁচা পাট সংগ্রহ করে সেটি বহির্বিশ্বে রপ্তানি করবে।'

No comments

Powered by Blogger.