সিরিয়ায় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে রাশিয়া

রাশিয়া আগামী সপ্তাহে সিরিয়ার উপকূলে তিনটি যুদ্ধজাহাজের সমন্বয়ে গড়া একটি নৌবহর পাঠাচ্ছে। নেতৃত্বে থাকবে ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম বিমানবাহী একটি বিশাল রণতরী।
গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে এ তথ্য জানানো হয়। ওই এলাকায় যুক্তরাষ্ট্র এর মধ্যে নৌবাহিনী মোতায়েন করেছে।
সিরিয়ার উপকূলে যুক্তরাষ্ট্র পারমাণবিক জ্বালানিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ নোঙর করার কয়েক দিন পর সেখানে রাশিয়ার রণতরী পাঠানোর খবর প্রকাশিত হলো। ওই রণতরীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বাড়তি জাহাজও মোতায়েন করা হয়েছে।
রাশিয়ার ওই প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেন, ওই অঞ্চলের চলমান সংকটের সঙ্গে তাঁদের নৌবহর পাঠানোর কোনো উদ্যোগ নেই। এই নৌবহর ৬ ডিসেম্বর ভূমধ্যসাগরে পৌঁছাবে।

No comments

Powered by Blogger.