মানসিক ভারসাম্যহীন বলায় ব্রেইভিক অপমানিত!

অ্যান্ডারস বেইরিং ব্রেইভিককে মানসিক ভারসাম্যহীন ঘোষণা করায় বিস্মিত নরওয়ের জনগণ, রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার আদালত-নিযুক্ত মনোরোগ চিকি ৎ সকেরা ব্রেইভিককে মানসিক ভারসাম্যহীন বলে ঘোষণা করেন।
অনেক মনোরোগ বিশেষজ্ঞ এই মতামতের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, ব্রেইভিককে মানসিকভাবে সুস্থ মনে হচ্ছে।
আবার ব্রেইভিক নিজেও এ রায়কে অপমান হিসেবে দেখছেন। তিনি বলেছেন, শুরু থেকে তিনি এ ধরনের রায়ের আশঙ্কা করছিলেন।
নরওয়ের ছোট্ট দ্বীপ উটোয়ায় গত জুলাইয়ে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের সমাবেশে গুলি এবং অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় বোমা হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যা করেন ব্রেইভিক।
নরওয়ের গণমাধ্যম মঙ্গলবার মনোচিকি ৎ সকের মতামতকে মানসিক রোগ হিসেবে উল্লেখ করে। অনেক সাধারণ মানুষ ব্রেইভিকের ব্যাপারে কী সিদ্ধান্ত হলো, তা ঠিক বুঝতে পারছে না। তবে অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ব্রেইভিক ‘হালকা শাস্তি’ পেতে যাচ্ছেন।
অনেক মনোরোগ বিশেষজ্ঞ মতামত নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেছেন, ব্রেইভিক ওই হামলার জন্য কয়েক বছর ধরে পরিকল্পনা করেছেন। তাঁর পরিকল্পনার সবকিছু বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরা হয়েছে। তাই তিনি মানসিক রোগী হতে পারেন না।
নরওয়ের অ্যাফটেনপোস্টেন পত্রিকাকে একজন সুইস মনোচিকি ৎ সক বিস্ময় প্রকাশ করে বলেন, হামলার সময় ব্রেইভিককে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি।
নরওয়ের জাতীয় সম্প্রচার মাধ্যম এনআরকের সঙ্গে এক সাক্ষা ৎ কারে প্রগ্রেস পার্টির সদস্য পার স্যান্ডবার্গ বলেন, মনোচিকি ৎ সকদের ওই রায় গ্রহণযোগ্য হতে পারে না। হামলায় ক্ষতিগ্রস্ত লোকজন অবশ্যই নিশ্চিত হতে চায়, ব্রেইভিক পার পাবেন না।
ক্ষতিগ্রস্ত কয়েকজনের আইনজীবী ব্রিনজার মেলিং জানান, দ্বিতীয়বার মতামত নিতে ইতিমধ্যে তিনি অনুরোধ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.