শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু আজ-পঁয়ত্রিশ হাজার প্রার্থী প্রবেশপত্র পাননি-* অদক্ষতার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে -* প্রশ্নপত্র ফাঁসের গুজব by অভিজিৎ ভট্টাচার্য্য

প্রবেশপত্র না পাওয়া প্রায় ৩৫ হাজার প্রার্থীকে বাদ দিয়েই শুরু হচ্ছে সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। আজ শুক্রবার দেশের পুরনো ২০ জেলার ২৫৯টি কেন্দ্রে (স্কুল/কলেজ) একযোগে এ পরীক্ষা শুরু হচ্ছে, শেষ হবে আগামীকাল শনিবার।আবেদনকারীদের অভিযোগ, জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অযোগ্যতা, অদক্ষতা ও খামখেয়ালির কারণে যোগ্যতা অর্জন করার পরও তাঁরা প্রবেশপত্র পাননি।


অন্যদিকে এনটিআরসিএর চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, ভুল ও মিথ্যা তথ্য দেওয়া, নির্দিষ্ট সময়ে আবেদন না করা, নিজস্ব বিষয়ে আবেদন না করাসহ নানা দুর্বলতার কারণে নীতিমালা অনুসারেই অনেকে বাদ পড়েছেন। এ ক্ষেত্রে এনটিআরসিএর করার কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের গুজব সম্পর্কে তিনি বলেন, 'গতকাল বিকেলে শুনেছি প্রশ্ন ফাঁস হয়েছে। এর সত্যতা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে।'
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন তিন লাখ ৫৪ হাজার ৩০৭ জন প্রার্থী। তাঁদের মধ্যে তিন লাখ ১৯ হাজার ৪৬১ জনের প্রবেশপত্র অনলাইনে পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে মোট প্রার্থী দুই লাখ এক হাজার ৭৬৪ আর কলেজ পর্যায়ে এক লাখ ১৭ হাজার ৬৯৭ জন। এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৪৪টি ও কলেজ পর্যায়ে ৩৬টি মোট ৮০টি বিষয়ে নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এদিকে সিলেট বিভাগে গতকাল বৃহস্পতিবারের হরতাল এবং কয়েক দিন ধরে চলা পরিবহন ধর্মঘটের কারণে পরীক্ষার্থীদের হলে যাওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
অন্যদিকে এ পরীক্ষাকে কেন্দ্র করে গতকাল বিকেলে বিদ্যালয় অংশের অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব রটে। পরীক্ষা সুষ্ঠুভাবে হয় কি না, তা পরিদর্শন করতে শিক্ষা মন্ত্রণালয়ের আটজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে দেশের আটটি জেলায় পাঠানো হয়েছে।
পরীক্ষায় রাজধানীর দুটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রার্থীরা শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেবেন। আর গার্হস্থ্য অর্থনীতি কলেজের কেন্দ্র পরিবর্তন করে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জনের জন্য নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এবার সপ্তমবারের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগে সনাতন পদ্ধতিতে আবেদন নিলেও এবার নেওয়া হয় ইন্টারনেটে। তবে এ বিষয়ে আগে থেকে কোনো সচেতনতামূলক প্রচারণা চালানো হয়নি। ফলে আবেদন করার সময় অনেক প্রার্থী ভুল করেন। আর এ কারণে তাঁরা প্রবেশপত্র পাননি। প্রবেশপত্র না পেয়ে গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষার্থীরা এনটিআরসিএতে যান। কিন্তু সেখানে গিয়ে তাঁরা হয়রানির মুখে পড়েন। গতকাল ও এর আগের দিন রাজধানীর নায়েম ভবনে এনটিআরসিএর কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের নিম্ন পদের কর্মীরা প্রবেশপত্র না পাওয়া প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী বলেন, 'সরকার কিছু অযোগ্য ও অদক্ষ কর্মকর্তাকে এখানে পদায়ন করেছে। এ কর্মকর্তারা না পারেন পরীক্ষার সুষ্ঠু আয়োজন করতে, না পারেন পাবলিকের সঙ্গে কথা বলতে।'
পরীক্ষার্থীরা কার ভুলের কারণে প্রবেশপত্র পেলেন না_জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মমতাজ বেগম ক্ষিপ্ত হয়ে পাল্টা প্রশ্ন রেখে বলেন, 'আপনি কি বলতে চান আমরা ভুল করেছি। শোনেন, আমরা ভুল করিনি। ভুল করেছেন প্রার্থীরা।'
নিবন্ধন পরীক্ষার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানটির সদস্য ছামেনা বেগম বলেন, 'আমরা চেষ্টা করেছি শেষ সময় পর্যন্ত সবাইকে প্রবেশপত্র সরবরাহ করার। অনেকেই গুরুত্ব না দিয়ে আসেননি। এ ছাড়া আজ (শুক্রবার) সকাল থেকে পরীক্ষা শুরু হবে, এখন কিভাবে প্রবেশপত্র বিতরণ করব। এরই মধ্যে সবার সিট প্ল্যান বণ্টন করা হয়েছে। প্রশ্নপত্র জেলায় জেলায় পাঠানো হয়েছে। জেলা প্রশাসক এগুলো মনিটর করছেন। সব কিছু মিলিয়ে পরীক্ষা কিভাবে সুষ্ঠুভাবে শেষ করা যায়, তা নিয়েই বেশি ভাবছি। এর পরও গতকাল প্রায় ৫০ জনেরও বেশি প্রার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে।'
সিলেটে ভোগান্তি : সিলেটের ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। সব কেন্দ্রই সিলেট মহানগরে। এসব কেন্দ্রে সিলেটের চার জেলার পরীক্ষার্থী অংশ নেবেন। কিন্তু টিপাইমুখ বাঁধের চুক্তির প্রতিবাদে গতকাল সিলেট বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। হরতাল থাকায় আগের দিন পরীক্ষার্থীরা সিলেট যেতে পারেননি। এ ছাড়া হবিগঞ্জের পরিবহন শ্রমিকরা তিন দিন ধরে ধর্মঘট পালন করছেন। ফলে হবিগঞ্জের সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের সিলেট যাওয়া নিয়ে সংশয় রয়েছে। ভুক্তভোগী একজন পরীক্ষার্থী গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, 'দুই হাজার টাকা দিয়ে একটি সিএনজি (অটোরিকশা) ভাড়া করেছি। সকালে সিএনজিতে করে সিলেট যাব।' তিনি আরো বলেন, অনেক পরীক্ষার্থী শুধু পরিবহন ধর্মঘট ও হরতালের কারণে পরীক্ষার হলে যেতে পারবেন না।

No comments

Powered by Blogger.