ক্লাউড কম্পিউটিংয়ের প্রসার জরুরি

থ্যপ্রযুক্তির উন্নয়নে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সেবা অনলাইননির্ভর হয়ে পড়ছে। আর অনলাইনে বিভিন্ন সেবায় আমূল পরিবর্তন এনে দিয়েছে ক্লাউড কম্পিউটিং। অন্যান্য সেবার মতো ব্যাংকিং খাতে তথ্যের নিরাপত্তা, সহজে ব্যবহার ও গ্রাহকদের সর্বাধুনিক সুবিধা দিতে ক্লাউড কম্পিউটিং সেবার জুড়ি নেই। এতে গ্রাহকসহ ব্যাংকিং খাতে জড়িতরা যেকোনো স্থান থেকেই এ সম্পর্কিত সেবা তাৎক্ষণিকভাবে পেতে ও দিতে পারেন।


ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাগজবিহীন ব্যাংকিং ব্যবস্থাও চালু করা সম্ভব হবে এই খাতে ক্লাউড কম্পিউটিং সেবা চালু হলে। এতে অর্থ ও সময় সাশ্রয় হবে। গত বুধবার ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস [বেসিস] আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজিত 'ক্লাউড কম্পিউটিংয়ের প্রয়োজনীয়তা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন মার্কিন ক্লাউড কম্পিউটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভার্চু স্ট্রিমের জ্যেষ্ঠ উপদেষ্টা এড ফ্রাঙ্কলিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির ক্লাউড স্থপতি পরিচালক মোহাম্মদ জামান। সেমিনারে ক্লাউড কম্পিউটিং নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদের নিজ নিজ অভিমত উপস্থাপন করেন। ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকারের সভাপতিত্বে সেমিনারে বেসিস সভাপতি মাহবুব জামান বলেন, বাংলাদেশের কম্পিউটার ও সফটওয়্যার শিল্পে আগামী দিনের অন্যতম প্রধান নিয়ামক হবে ক্লাউড কম্পিউটিং। ফলে অন্যান্য সেক্টরের পাশাপাশি তিনি বাংলাদেশের ব্যাংকিং খাতে ক্লাউড কম্পিউটিং বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
তুহিন মাহমুদ

No comments

Powered by Blogger.