বিজিবি-বিএসএফ সম্মেলন-শান্ত সীমান্তেই পারস্পরিক কল্যাণ

ঢাকায় সমাপ্ত বিজিবি-বিএসএফ শীর্ষ সম্মেলনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক সীমান্ত হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার যে নিশ্চয়তা দিয়েছেন, আমরা তাতে আস্থা রাখতে চাই। বস্তুত বাংলাদেশ সবসময়ই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে এসেছে। দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান খুঁজেছে। কিন্তু সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড এপাশ থেকে ওড়ানো শান্তির পায়রাকে


বারবার শরবিদ্ধ করে যাচ্ছিল। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ঘটানো এসব হত্যাকাণ্ড আর যাই হোক, বন্ধুত্বের নিদর্শন হতে পারে না। গত দুই দশকে বাংলাদেশ-ভারত সীমান্তে যত সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যুদ্ধরত কোনো দেশের সীমান্তেও তা বিরল। এ ব্যাপারে বিএসএফ মহাপরিচালকের দুঃখ প্রকাশ সদিচ্ছার চিহ্ন হলেও যথেষ্ট হতে পারে না। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধই এ দুর্ভাগ্যজনক পরিস্থিতির একমাত্র জবাব। এটি স্বস্তিকর যে, ২০০৯ সাল থেকে সীমান্তে হতাহতের সংখ্যা ক্রমাগত কমছে। বিএসএফ জওয়ানদের হাতে অপ্রাণঘাতী অস্ত্র দেওয়ার যে অঙ্গীকার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বছর ঢাকা সফরে এসে দিয়ে গেছেন, তারও বাস্তবায়ন প্রক্রিয়া লক্ষ্য করছি আমরা। এখন বৃহৎ প্রতিবেশীটির উচিত হবে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ হলেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আমরা বিশ্বাস করি। চোরাচালান, মাদক ও মানব পাচার, অবৈধ পারাপারের মতো যেসব বিষয়ে বিএসএফের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে; যৌথ সীমান্ত ব্যবস্থাপনা চালু হলে তা কমে আসবে। আসলে দ্বিপক্ষীয় সম্পর্ককে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে হলে সীমান্তে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। ভৌগোলিকভাবে অভিন্ন এই সীমান্তের দুই পাশের অধিবাসীরা সাংস্কৃতিকভাবে অভিন্ন উত্তরাধিকার বহন করে। তাদের মধ্যে স্বাভাবিক মৈত্রী ও সৌহার্দ্যের ঘাটতি নেই। এখন প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এ লক্ষ্যে ইতিমধ্যে সীমান্ত হাট প্রতিষ্ঠা করা হয়েছে। সীমান্ত উদ্যান, সীমান্ত সিনেমা হল কিংবা সীমান্ত শিল্পকারখানাও প্রতিষ্ঠা করা যেতে পারে। দুই পাশের সাধারণ মানুষের মধ্যে আদান-প্রদান যত বাড়বে, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ তত সহজ হবে। আর শান্ত সীমান্তেই যে পারস্পরিক কল্যাণ নিহিত, তাতে সন্দেহের অবকাশ নেই।
 

No comments

Powered by Blogger.