বছর শেষ হয়ে যাচ্ছে-কর্তৃপক্ষ ভাবছে কি?


‘কথা যদি শুরু করি শেষ তো হবে না’...বাংলা সিনেমার এই গানটি সবাই শুনেছেন। তবে বছরের ক্ষেত্রে এ গান টিকবে না। বছর যদি শুরু করি, শেষ করতেই হবে। কোনোভাবেই তাকে আটকে রাখা যাবে না। যায়ওনি কখনো। তাই প্রতিবারের মতো এবারও বছরটা শেষ হয়ে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এবারও ডিসেম্বর মাসেই বছর শেষ হচ্ছে। শুধু তা-ই নয়, বরাবরের মতো এবারও জানুয়ারি মাস দিয়েই শুরু হবে নতুন বছর।


কী আশ্চর্য! যা হোক, মূল আলোচনায় আসি। আরও একটা বছর চলে যাচ্ছে। কিন্তু বিদায়ী বছরটার কথা কেউ ভাবছে না। সবাই নতুনকে স্বাগত জানাতে ব্যস্ত। আরে ভাই, এ বছরটা যদি না যেত, তাহলে কি আর নতুন বছর আসতে পারত? কখনোই পারত না। তাই কোনোভাবেই বিদায়ী বছরকে অবহেলা করা উচিত নয়। কিন্তু আমরা উচিত কাজটি কখনোই করি না। সে জন্যই পুরোনোকে ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন করছি নানা রকম অনুষ্ঠানের। কোনো মানে হয়? যে বছরটা আমাদের এত কিছু দিয়েছে, তাকে আমরা ভুলে যাচ্ছি। আর বরণ করছি তাকে, যে এখনো কিছু দেয়নি। তবে আমরা কি নতুন বছরকে ঘুষ দিচ্ছি? তাহলে তো আবারও প্রমাণিত হলো যে আমরা ঘুষে শীর্ষে! খুবই দুঃখের বিষয়। আসলে, কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কিছুই ভাবছে না। অথচ চাইলেই আমরা বিদায়ী বছরকে স্মরণ করে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম। বিদায়ী বছরকে নিয়ে রচনা করতে পারতাম গান, কবিতা আরও কত কিছু! তা ছাড়া স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়—সব জায়গায় বিদায়ী অনুষ্ঠান হয়। শুধু বছর শেষের বেলায় তা কেন হবে না? তাই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, অবিলম্বে নতুন বছরকে বরণের পাশাপাশি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানাতে পর্যাপ্ত কর্মসূচি গ্রহণ করা হোক। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার! আর কথা বাড়াব না। কারণ, কথা যদি শুরু করি শেষ হবে না।

No comments

Powered by Blogger.