মাত্র কয়েক মাস বাঁচবেন চাভেজ?

ভেনেজুয়েলায় নিযুক্ত শীর্ষ এক মার্কিন কূটনীতিক দাবি করেছেন, ক্যানসারে আক্রান্ত দেশটির প্রেসিডেন্ট হুগো চাভেজ সম্ভবত ছয় মাসের বেশি বাঁচবেন না। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি মারা যেতে পারেন।
মর্কিন কূটনীতিক রোজার নোরিয়েগাকে উদ্ধৃত করে মিয়ামি হেরাল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, পরবর্তী নির্বাচনে চাভেজের প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব ঘটনা হতে পারে। চাভেজ তাঁর অসুস্থতা সম্পর্কে পুরোপুরি তথ্য দেননি—এমন সমালোচনার মধ্যে রোজারের এ এই বক্তব্য প্রকাশিত হলো।
ডেইলি মেইল-এর প্রতিবেদনে রোজারের বরাত দিয়ে বলা হয়েছে, ভেনেজুয়েলার সরকারি নথিগুলো ইঙ্গিত দিচ্ছে, চাভেজের শরীরে তুলনামূলকভাবে দ্রুত ক্যানসার ছড়িয়ে পড়ছে। রোজার বলেন, ‘চাভেজের চিকিৎসার দায়িত্বে থাকা আন্তর্জাতিক চিকিৎসকদল তাঁর ছয় মাসের বেশি বেঁচে থাকার আশা করছে না। চিকৎসকদের পূর্বানুমানের তুলনায় চাভেজের স্বাস্থ্যের অবনতি দ্রুত হচ্ছে।’ তিনি বলেন, দীর্ঘ সময় রাজনীতিতে অনুপস্থিতি এড়াতে চাভেজ কম মাত্রায় কেমোথেরাপি নেওয়ার ওপর জোর দিয়েছেন।

No comments

Powered by Blogger.