প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন-সুন্দরবনের পরাজয় নেই

মাদের দেশের অমূল্য সম্পদ সুন্দরবন নতুন প্রাকৃতিক আশ্চর্য নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় থাকার পরও সেরা সাতে অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি অপ্রত্যাশিত। আয়োজকরা যেভাবে ভোট গ্রহণ করেছিলেন, তা নিয়ে যদিও বিশ্বের অনেক স্থানের মতো বাংলাদেশেও কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন; কিন্তু তা সংখ্যাগরিষ্ঠের মত ছিল না। আমরা চেয়েছি, বিশ্বের বৃহত্তম গরান বনটি আন্তর্জাতিক আয়োজনেও বিজয়ী হয়ে বাংলাদেশের গৌরব বৃদ্ধি করুক।


তবে এটা ভুলে যাওয়ার অবকাশ নেই যে, এ ধরনের আয়োজনে কোনো না কোনো প্রতিযোগীর জন্য জায়গা ছেড়ে দিতে হয়। সুন্দরবন নানা কারণে অন্যান্য স্থানের তুলনায় ভোট সংগ্রহে পিছিয়ে ছিল মাত্র। এই নির্বাচনী প্রক্রিয়ায় নেটিজেনরা ব্যাপক ভূমিকা রেখেছে। ইন্টারনেট ব্যবহারকারীর সীমিত সংখ্যা বাংলাদেশকে সেক্ষেত্রে পিছিয়ে রেখেছে। আবার সেলফোনের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ থাকলেও বেশিরভাগ ব্যবহারকারী সে ব্যাপারে সচেতন ছিলেন না। ভোট সংগ্রহ ও প্রচারণার দায়িত্বে থাকা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থতাও এর সঙ্গে যুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা মনে করি, বিষয়টি খতিয়ে দেখতে হবে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়ায় রাষ্ট্রীয় সম্পৃক্ততার বিষয়টি যদি কেউ হালকাভাবে গ্রহণ করে থাকে, তা উপেক্ষা করা উচিত হবে না। এ ধরনের অন্যান্য প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ অর্থপূর্ণ করে তোলার ক্ষেত্রেও তা নিঃসন্দেহে কাজে আসবে। তবে ফলাফল যাই হোক, সুন্দরবন হারেনি। আমরা জানি, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনী কর্তৃপক্ষ তাদের ফলাফল অনুসমর্থনের জন্য ইউনেস্কোর দ্বারস্থ হয়েছিল। নির্বাচনী প্রক্রিয়া অবিসংবাদিত না হওয়ার কারণে জাতিসংঘ সংস্থাটি ইতিবাচক সাড়া দেয়নি। সেই ইউনেস্কোই কিন্তু সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্যস্থল' হিসেবে তালিকাভুক্ত করেছে। বস্তুত প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়ায় পিছিয়ে থেকে রাজকীয় বঙ্গীয় ব্যাঘ্র আর চিত্রল হরিণের নয়নাভিরাম আবাসস্থলের হারাবার কিছু নেই। এটা ঠিক, নির্বাচিত হলে সুন্দরবনের পর্যটন সম্ভাবনা আরও বাড়ত। উপযুক্ত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে সেই সম্ভাবনা এখনও কাজে লাগানো সম্ভব। আমরা আশা করি, সুন্দরবনকে বিজয়ী করার জন্য তৎপর সব পক্ষ এ ক্ষেত্রেও পূর্ণ উদ্যমে এগিয়ে আসবে। সুন্দরবনের সবুজ বনানীর গাঢ় শিখর সমুন্নতই থাকবে।

No comments

Powered by Blogger.