নাট্যলোকের যুগপূর্তিতে উৎসব

গামীকাল ১৫ নভেম্বর সিরাজগঞ্জ জেলার নাট্যলোক থিয়েটারের যুগপূর্তি। এ উপলক্ষে আগামী ২২ নভেম্বর থেকে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। এতে নাট্যলোক ছাড়াও ঢাকার থিয়েটার [বেইলি রোড], আরণ্যক নাট্যদল, সময়, নটরণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং কলকাতার অনিক নাট্যদল অংশ নেবে। নাট্যলোকের উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।


উদ্বোধনী দিন সন্ধ্যায় থাকছে নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ নির্দেশিত 'মা' শিরোনামের একটি নৃত্যনাট্য। পরিবেশনায় বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টসের শিল্পীরা। নাট্যোৎসবে ২৩ নভেম্বর নাট্যলোকের 'ইঙ্গিত', ২৪ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 'কীত্তনখোলা', ২৫ নভেম্বর থিয়েটারের [বেইলি রোড] 'মেরাজ ফকিরের মা', ২৬ নভেম্বর সময়ের 'শেষ সংলাপ', ২৭ নভেম্বর আরণ্যকের 'ময়ূর সিংহাসন', ২৮ নভেম্বর নটরণের 'অমাবস্যার কারা' এবং শেষ দিন মঞ্চায়ন হবে কলকাতার অনিক নাট্যদলের নাটক 'তপতী'। নাট্যলোকের মমিন বাবু বলেন, 'সিরাজগঞ্জে অনেকদিন ধরে আমরা গ্রুপ থিয়েটার চর্চা করছি। তবে এত বড় আয়োজন এর আগে সিরাজগঞ্জে হয়নি। উৎসবটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।'

No comments

Powered by Blogger.