ডয়চে ভেলের উদ্যোগে ব্লগ পুরস্কার ‘দ্য ববস’ শুরু

বাংলাসহ ১৪টি ভাষার জন্য ব্লগ লেখার প্রতিযোগিতা ‘দ্য বব্স’ (www.thebobs.com/bengali) শুরু হয়েছে। জার্মানির বেতার সংস্থা ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধানের এই প্রতিযোগিতায় চলতি বছরের জন্য মনোনয়ন গ্রহণ শুরু হয়েছে।
আগামী ৬ মার্চ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁদের কাঙ্ক্ষিত প্রার্থীকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারবেন। চলতি বছর প্রথমবারের মতো প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে হিন্দি, তুর্কি ও ইউক্রেনীয় ভাষা?
এবার খুদে ব্লগের (মাইক্রোব্লগিং) জন্যও থাকছে আলাদা পুরস্কার। এই বিভাগটির মূল ইংরেজি নামটি হচ্ছে ‘বেস্ট পারসন টু ফলো’। ‘দ্য ববস’ প্রতিযোগিতায় ১৫ সদস্যের আন্তর্জাতিক জুরি ছয়টি মিশ্র বিভাগে বিচারকেরা পুরস্কার বিজয়ী নির্ধারণ করবেন। পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে ভাষাভিত্তিক ২৮টি এবং ছয়টি মিশ্র বিভাগে ‘ইউজার প্রাইজ’ বিজয়ী নির্ধারণ করা হবে।
চলতি বছরের ১৮ জুন জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
চলতি বছরের আসরকে বলা হচ্ছে ‘দ্য বব্স: সেরা সামাজিক আন্দোলন পুরস্কার্র’।
শুধু ব্লগ নয়, এর মাধ্যমে শ্রেষ্ঠ ‘অনলাইন অ্যাকটিভিজম’ বের করা হবে। —বিজ্ঞপ্তি

No comments

Powered by Blogger.