এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রবাজার হারাচ্ছে রাশিয়া

এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রের বাজার হারাচ্ছে রাশিয়া। তবে লাতিন আমেরিকা ও আফ্রিকায় নতুন বাজার পাচ্ছে। ভারতের ব্যাঙ্গালোরে এক বিমান চলাচল মেলা শুরুর আগে রাশিয়ার  ফেডারেল মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন সার্ভিসের প্রধান আলেক্সান্ডার ফোমিন এ কথা বলেছেন।
গতকাল শুরু হওয়া অ্যারো ইন্ডিয়া মেলায় রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আলেক্সান্ডার । তিনি বলেন, আমরা কয়েকটি বাজার হারালেও নতুন বাজারও পাচ্ছি। আমরা ভুলে যাওয়া কয়েকটি সাবেক  সোভিয়েত বাজার ফিরে পাচ্ছি। যেমন লাতিন আমেরিকার ভেনিজুয়েলা ও পেরু এবং আফ্রিকার মালি, ঘানা, তানজানিয়া, উগান্ডা এবং এশিয়ার ওমানের কথা বলা যায়। তিনি স্বীকার করেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সাম্প্রতিক ঘটনাবলির কারণে রাশিয়া  বেশ কয়েকটি মক্কেল হারিয়েছে।

উল্লেখ্য, ভারত ছিল রাশিয়ার অস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা। কিন্তু সম্প্রতি দেশটি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র কেনার দিকে ঝুঁকে পড়েছে।

No comments

Powered by Blogger.