বেগম জিয়ার সমাবেশ নিয়ে চট্টগ্রামে দুই গ্রুপে মারামারি

চট্টগ্রামে আগামী ২৭ মার্চের বেগম খালেদা জিয়ার মহাসমাবেশের প্রস্তুতি মিটিংয়েও ঘটেছে মারামারির ঘটনা। রবিবার নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আবদুলস্নাহ আল নোমান ও আমীর খসরম্ন মাহমুদ চৌধুরীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।
এতে আহত হয় খসরম্ন সমর্থক যুবদলের এক নেতা। এর জন্য একে অপরকে দোষারোপ করে উভয় গ্রম্নপ। বেগম খালেদা জিয়ার মহাসমাবেশকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে কর্মিসভা আহ্বান করা হয় দলীয় কার্যালয়ে। দলে কোন্দল থাকলেও সভায় আমন্ত্রণ জানানো হয় সবাইকে। সভায় যোগ দেন মহানগর বিএনপি নেতা কাজী বেলালসহ নোমান অনুসারী বিপুলসংখ্যক কমর্ী-সমর্থক। সন্ধ্যায় ঐ কমর্ীরা আবদুলস্নাহ আল নোমানের নামে সেস্নাগান দিতে থাকলে দেখা দেয় বিপত্তি। এ সময় আমীর খসরম্ন ও মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন অনুসারীরা তাদের থামাতে চাইলে শুরম্ন হয় বাকবিত-া। একপর্যায়ে ঘটে যায় মৃদু সংঘর্ষ। এতে আহত হন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এমএ আজিজ। নোমান অনুসারীদের পিটুনিতে তিনি আহত হন বলে অভিযোগ করা হয়েছে। আহত এমএ আজিজকে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে।

No comments

Powered by Blogger.