কুড়িগ্রামে আ’লীগের কাউন্সিলে সংঘর্ষঃ ক্যামেরাম্যানসহ আহত ৮

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে গতকাল ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে টিভি চ্যানেলের তিন ক্যামেরাম্যানসহ আটজন আহত হয়েছেন।
গতকাল কাউন্সিলের শুরুতে সাধারণ সম্পাদক প্রার্থী শাহজাহান আলী সাজু প্রতিপক্ষ প্রার্থী মো: জাফর আলী এমপির সমর্থকদের হাতে লাঞ্ছিত হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বক্তব্য চলাকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপ মিছিল নিয়ে কাউন্সিলে প্রবেশ করার সময় সভাপতি গ্রুপ বাধা দেয়।

এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের ঘটনার চিত্র ধারণ করতে গিয়ে তিন ক্যামেরাম্যান ও ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাউন্সিলের প্রথম অধিবেশনে মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার রায়ে জাতির সাথে আমরাও সন্তুষ্ট হতে পারিনি। বিচারকেরা যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট না হলেও এতে প্রমাণ হয়েছে যে বিচার বিভাগ, স্বাধীনভাবে কাজ করছে।

জামায়াতের সাথে আঁতাদের প্রশ্নে হানিফ বলেন, আওয়ামী লীগ কারো সাথে আঁতাত করে রাজনীতি করে না।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল প্রসঙ্গে তিনি বলেন, অসাংবিধানিক বিষয়ে আওয়ামী লীগ এগোতে চায় না।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকাব্বর হোসেন সাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি।

No comments

Powered by Blogger.