জঙ্গীরা ঘাপটি মেরে আছে, ওদের নির্মূল করতে হবে

 স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, দেশের সর্বত্রই জঙ্গীরা ঘাপটি মেরে আছে। এদের নিমর্ূল করার পথ বের করতে হবে । শুক্রবার মানিকগঞ্জের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কথাগুলো বলেন। দুপুর ১২টায় জেলা প্রশাসক জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে তাঁর সম্মেলন ক েআয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, ইঞ্জিনিয়ার আনোয়ারম্নল হক, এসএম আব্দুল মান্নান, পুলিশ সুপার শেখ মুহাম্মদ মারম্নফ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন , আওয়ামী লীগ নেতা পিপি আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ।
মানিকগঞ্জে জঙ্গীদের প্রশিণ শিবির রয়েছে, জেলার দুর্গম চরাঞ্চল জঙ্গীদের অভয়ারণ্য হলেও তাদের বিরম্নদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের এমন বক্তব্যের প্রেেিত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু মানিকগঞ্জে নয় দেশের সর্বত্রই জঙ্গীরা ঘাপটি মেরে আছে। এদের নির্মূল করার পথ বের করতে হবে। আর এ জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনপরবতর্ী জোট সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে বর্তমানে তার এক শ' ভাগের এক ভাগ অবনতিও ঘটেনি।
বিরোধী দলের আন্দেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশের আইনশৃঙ্খলার অবনতি, অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে মানিকগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরার পরিবারের উদ্যোগে গড়পাড়ার চান্দইরে প্রতিষ্ঠিত সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালের দশম বর্ষ পদার্পণ উপল েআয়োজিত পুনর্মিলনী ও সুধী সমাবেশেও যোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে জেলা ট্রাক মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান ও জনসভায় যোগ দেন।

No comments

Powered by Blogger.