লাপিদের সঙ্গেই জোট গড়ছেন নেতানিয়াহু

ইসরায়েলে গত মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠনপ্রক্রিয়া প্রায় সমাপ্ত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ-বেতেনু জোটের সঙ্গে নবগঠিত মধ্য বামপন্থী দল ইয়েশ আতিদ পার্টির জোট বাঁধা এখন সময়ের ব্যাপার।
দলীয় প্রধান সাবেক সাংবাদিক ইয়াইর লাপিদ গত বুধবার বিবৃতি দিয়ে তাঁদের জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এই দুই রাজনৈতিক সংগঠনের মধ্যে বড় ধরনের কোনো ব্যবধান নেই।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সর্বাধিক ৩১টি আসনে জয়ী হয়েছে কট্টর ডানপন্থী লিকুদ-বেতেনু জোট। আরো কয়েকটি ছোটখাটো ডানপন্থী দলের সমর্থন নিয়ে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। বাকি একটি আসনের ঘাটতি পূরণ করতে বুধবারই লাপিদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। লাপিদের দলের বয়স মাত্র এক বছর হলেও ১৯টি আসনে জিতেছে তারা। নেতানিয়াহুর আহ্বানের জবাবে লাপিদ জানান, 'নির্বাচনের ফলে স্পষ্ট, অবশ্যই একসঙ্গে কাজ করব আমরা।' সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.