ওয়ালটনের তিনটি নতুন স্মার্টফোন এখন বাজারে

বাজারে এসেছে ওয়ালটনের প্রিমো সিরিজের আরও তিনটি নতুন স্মার্টফোন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এই ফোনগুলো তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল নেটওয়ার্ক সমর্থন করে।
গতকাল বুধবার সকালে মতিঝিলে ওয়ালটনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রিমো আর-১, এফ-১ ও জি-১ মডেলের ফোনগুলো দেখানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের নীতিমালা ও মানবসম্পদ বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, জনসংযোগ ও মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, ক্রিয়েটিভ ও প্রকাশনা বিভাগের প্রধান উদয় হাকিম, মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ উপপরিচালক মাহমুদুল হক, সেলুলার ফোন বিভাগের প্রধান এস এম রেজওয়ান আলমসহ অনেকে।
নতুন তিনটি স্মার্টফোনই দেশব্যাপী ওয়ালটনের শাখা ও পরিবেশকদের কাছে পাওয়া যাবে। প্রতিটি সেটেই আছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ।
প্রিমো আর-১-এ রয়েছে ৪ ইঞ্চি পর্দা, ১.২১ গিগাহার্টজ ডুয়েলকোর প্রসেসর এবং ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
প্রিমো জি-১ ফোনে রয়েছে ১ গিগাহার্টজ ডুয়েলকোর প্রসেসর, ৪.৩ ইঞ্চি পর্দা ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
প্রিমো এফ-১ স্মার্টফোনে রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর, ৪ ইঞ্চি পর্দা ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
অনুষ্ঠানে উদয় হাকিম বলেন, নতুন তিনটি সেটই ব্যবহারকারীদের দারুণভাবে আকৃষ্ট করবে। এগুলোতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ভিডিও কলও করা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের নিজস্ব গবেষণা এবং উন্নয়ন বিভাগে এসব স্মার্টফোনের নকশা করা হয়েছে। এ ছাড়া এসবের জন্য নতুন নতুন অ্যাপস তৈরি করা হচ্ছে। এর বাইরে শিগগিরই প্রিমো সিরিজের অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বাজারজাত করবে ওয়ালটন। —বিজ্ঞপ্তি

No comments

Powered by Blogger.