রসিক মেয়রসহ ১৩ প্রার্থীর বিরুদ্ধে মামলা

সদ্য সমাপ্ত রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট কারচুপিসহ ফল বিপর্যয়ের নানা অভিযোগ এবং ভোট গণনার দাবিতে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন পরাজিত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
নির্বাচন অনুষ্ঠানের ৪১ দিন পর বুধবার নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলাটি করেন। বৃহস্পতিবার এ সম্পর্কিত শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ ব্যাপারে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, গেজেট প্রকাশের এক মাসের মধ্যে যে কেউ মামলা বা অভিযোগ দাখিল করতে পারেন। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শরফুদ্দিন আহমেদ ঝন্টু ১ লাখ ৬ হাজার ২২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদী মোস্তাফিজার রহমান মোস্তফা পান ৭৭ হাজার ৮০৫ ভোট।

No comments

Powered by Blogger.