হতাহতদের পরিবার এখনও ৰতিপূরণ পায়নি- গার্মেন্টসে অগ্নিকাণ্ড

 গাজীপুরে গরিব এন্ড গরিব গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ২১ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ ঘোষিত তিনদিনের শোক রবিবার শেষ হয়েছে। দুর্ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও এখনও গার্মেন্টস এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রতিদিন শত শত শ্রমিক কারখানা এলকায় ভিড় জমাচ্ছেন, খোঁজ নিচ্ছে তাদের স্বজন ও সহকর্মীদের। গার্মেন্টস এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে র্যাব সদস্যরা। রবিবার বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবারও শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন তিগ্রসত্ম গার্মেন্টস গরিব এ্যান্ড গরিব পরিদর্শন করেছেন। এদিকে জেলা প্রশাসনের গঠিত তদনত্ম কমিটি রিপোর্ট রবিবার সন্ধ্যা পর্যনত্ম দাখিল করতে পারেনি। তবে রাতের মধ্যেই তা দাখিল করা হবে বলে তদনত্ম কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাসান সারওয়ার জানান। অপর দিকে বিজিএমই'র গঠিত তদনত্ম কমিটির রিপোর্ট রবিবার পর্যনত্ম জমা হয়নি। তবে তা জমা দিতে আরও কয়েকদিন লাগবে বলে সংশিস্নষ্ট সূত্রে জানা গেছে।

No comments

Powered by Blogger.