শাকিবদের আজ সিরিজ বাঁচানোর লড়াই

সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রবিবার ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে এ্যালিস্টার কুকের দল।
আজ তাই দিবারাত্রির ম্যাচে সফরকারীদের বিরুদ্ধে শাকিব আল হাসানের দলের সিরিজ বাঁচানোর লড়াই। এ ম্যাচ জিতলে ঘরের মাটিতে দারম্নণ একটি সিরিজ উপহার সম্ভাবনা জেগে থাকবে টাইগারদের। হারলে তো কথাই নেই_সিরিজ হাতছাড়া বাংলাদেশের। হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়ে তখন চট্টগ্রামের মাটিতে তৃতীয় ওয়ানডে খেলতে নামতে হবে টাইগারদের। ক্রিকেট পরাশক্তিগুলোর মধ্যে একমাত্র ইংল্যান্ডকেই এখন পর্যনত্ম হারাতে পারেনি বাংলাদেশ। এবারে কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলটির বিরম্নদ্ধে এ ব্যর্থতা কাটিয়ে তোলার মিশন। এ জন্য শেরেবাংলা স্টেডিয়ামের পিচটিকে তৈরি করা হয়েছিল স্পিন সহায়ক-সেস্না এবং মন্থর। যুক্তি একটাই-বাংলাদেশের বোলিং স্পিননির্ভর। ম্যাচ জেতার মতো স্পিন রয়েছে অনেক। তবে প্রথম ম্যাচে পিচ বা স্পিন হার ঠেকাতে পারেনি বাংলাদেশের। এর প্রধান কারণ টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। ওপেনার তামিম ইকবাল ১২৫ রানের একটি ইনিংস উপহার দিয়েছেন বটে, তবে বাকি নয় ব্যাটসম্যান মিলে সমপরিমাণ রানও করতে পারেননি। সংবলিতভাবে ৯৩ রান করেছেন তাঁরা। আর ১০ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। বাংলাদেশের সংগ্রহ তাই ২২৮ রান। প্রথম ম্যাচে জয় পেতে তাই খুব একটা বেগ পেতে হয়নি ইংলিশদের। তবে হঁ্যা, ওই ম্যাচে ইংল্যান্ডের পতন হওয়া চারটি উইকেটই দখল করেন স্পিনার।

No comments

Powered by Blogger.