যৌন নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

বুধবার সকালে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে যৌন নির্যাতন প্রতিরোধ আইন কঠোর ও নারীবান্ধব করার দাবিতে হিউম্যানিটিওয়াচ, মাসাস, পার্টিসিপেটরি রিসার্চ এ্যান্ড এ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)
ও পপুলেশন এ্যাকশন ইন্টারন্যাশনাল (পিএআই)-এর যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ্যাডভোকেট শামিমা সুলতানা শিলুর সভাপতিত্বে এবং হাসান মেহেদীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামল সিংহ রায়, এসএ রশিদ, মফিদুল ইসলাম, খালিদ হোসেন, আলমগীর ইসলাম লাবলু, এ্যাডভোকেট মমিনুল ইসলাম, মাহফুজুর রহমান মুকুল, রহিমা জালাল, মহেন্দ্রনাথ সেন, জেসমিন জামান, এ্যাডভোকেট অশোক কুমার সাহা, মনোয়ারা বেগম, সাইফুল ইসলাম মোহন, রমা দাস, শোয়াইব হোসেন বাবু, অপরাজেয়-বাংলাদেশের মাহবুব আলম প্রিন্স, এ্যাওসেডের হেলেন খাতুন, হিউম্যানিটিওয়াচের সুবর্ণা ইসলাম দিশা, ওয়াহিদুজ্জামান রনি, নাসিম রহমান কিরণ ও শরিফুল ইসলাম সেলিম।

No comments

Powered by Blogger.