মালির সেনাদের বিরুদ্ধে 'গণহত্যা'র অভিযোগ

মালিতে ফরাসি সেনাদের সহযোগিতায় জঙ্গিবিরোধী অভিযান শুরুর পর একাধিক 'গণহত্যা' ঘটিয়েছে সরকারি বাহিনী। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটস লিগস (এফআইডিএইচ) গত বুধবার এ অভিযোগ করেছে।
প্যারিসভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির দাবি, 'এসব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পশ্চিম আফ্রিকার দেশটির অখণ্ডতা পুনরুদ্ধারে শুরু হওয়া অভিযানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে।'
নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাটইস ওয়াচও (এইচআরডাবি্লউ) দাবি করেছে, মালি সেনাদের গণহত্যার ব্যাপারে তারা 'বিশ্বাসযোগ্য তথ্য' পেয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে সংস্থা দুটি। দরকারে আন্তর্জাতিক অপরাধ আদালতেরও (আইসিসি) হস্তক্ষেপ চায় তারা।
মানবাধিকার লঙ্ঘনের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মালির সেনাদের সংযত থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভেস লা দ্রিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়া দুজনই মানবাধিকার লঙ্ঘন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক সম্প্রদায় মারাত্মক পরিস্থিতির মধ্যে পড়বে বলেও আশঙ্কা করেন তাঁরা। মালির সেনাপ্রধান জেনারেল ইব্রাহিমা দাহিরাও দেমবেলেও জানিয়েছেন, জড়িত সেনাদের কাছে জবাবদিহি চাওয়া হবে। সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.